পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭ দীনবন্ধু-গ্ৰস্থাবলী কত্তে বলচি নে। জানবাজারে আমি যে পাত্রের কথা নিবেদন করিচি সে অতি বিদ্বান এবং কুলীনও কম নয় । । হর । তাতে একটা দোয পড়চে—তার পিতামহ কানাই ছোটুঠাকুরের ঘরে মেয়ে দিয়েছে। বিশেষ আঁমি কথা দিয়ে এখন অস্বীকার করি কেমন করে । রাজকন্ত্যার সঙ্গে নদেরচাদের সম্বন্ধ হয়েছিল, সে সম্বন্ধ আমার অনুরোধে ভেঙ্গে দিয়েচে । আমি এখন অন্ত মত করলে আমার কি জাত থাকে, আপনি ত পণ্ডিত, বিজ্ঞ, বিবেচক, বলুন দেখি ? এখন আমার অার হাত নাই । পণ্ডি । বিবাহ সম্পন্ন হয়ে গেলে আপনার অারে। হাত থাকবে না—আপনাকে প্রস্তাবনাতেই বলা গিয়াছে, এ সম্বন্ধে ভরাভর দেবেন না, তা আপনার আন্তরিক ইচ্ছে কোন মতে কুলীন কুমারটি হস্তগত হয়, আপনি আমাদের কথা শুনবেন কেন ? হর । আপনি যথার্থ অনুভব করেচেন। আমার নিতান্ত ইচ্ছে নদেরচাদকে জামাই করি। বিশেষ ভোলানাথ বাবু যখন আমার অনুরোধে রাজার বাড়ীর সম্বন্ধ ভেঙ্গে দিয়েছেন তখন আমি কি আর বিয়ে না দিয়ে বাচি ৷ ঘটক বল্যে এখন বিয়ে না দিলে বড় নিন্দে হবে । পণ্ডি । যদি আপনার অনুরোধে রাজবাড়ীর সম্বন্ধ ভেঙ্গে দিয়ে থাকে তবে আপনার এক্ষণে বিয়ে না দেওয়ায় নিন্দে হতে পারে, কিন্তু আমি বোধ করি রাজার ছেলে দেখে পেচয়েছে, ভোলানাথ বাবু যে রাজবাড়ীর সম্বন্ধ ত্যাগ করবেন এমত বোধ হয় না । হর । না মহাশয়, ঘটক আমাকে বিশেষ করে বলেচে, ভোলানাথ বাবু কেবল আমার অনুরোধে রাজকন্যা পরিত্যাগ করেচেন ।