পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক প্রথম গর্ডাঙ্ক কাশীপুর । অনাথবন্ধুর মন্দির। যজ্ঞেশ্বর এবং যোগজীবনের প্রবেশ । যজ্ঞে । তুমি অকারণে আমাকে এখানে রাখতেছ—আমি আর তোমার কথা শুনবো না । যোগ। বিলম্বে কাৰ্য্যসিদ্ধি । তুমি যদি অরবিন্দের সন্ধান চট্টোপাধ্যায় মহাশয়কে বলে দিতে পার তোমাকে হাজার টাকা পারিতোষিক দেবেন। যজ্ঞে । আমি জানলে ত বলবো । যোগ । আমি তোমায় বলে দেব । যজ্ঞে । কবে বলে দেবে, পুষিপুত্র লওয়া হলে বলায় ফল কি ? আর তুমি যদি জানই নিজে কেন পারিতোষিক লও না ? যে কাজে তুমি আপনি যেতে সাহসিক নও, সে কাজে আমাকে পাঠয়ে কেন বিপদগ্রস্ত কর ? যোগ । আমার টাকায় প্রয়োজন কি ? আমি ব্রহ্মচারী, তীর্থে তীর্থে ভ্রমণ করি, আর বিশ্বাধারের মানসিক পূজায় পরমানন্দ অনুভব করি । আমার অভাবও নাই, ভয়ও নাই—

  • ধৈর্য্যং যন্ত পিতা ক্ষমা চ জননী শাস্তিশ্চিরং গেহিনী সত্যং সুন্থরয়ং দয়া চ ভগিনী ভ্রাতা মনঃসংযমঃ। শষ্য ভূমিতলং দিশোপি বসনং জ্ঞানামুতং ভোজনং যশুৈতে হি কুটুম্বিনে বদ সখে কন্মাত্তয়ং যোগিন: ॥” আমি ভয় হেতু আপনি যেতে অস্বীকার হচ্চি না—আমার না যাওয়ার কোন নিগুঢ় কারণ আছে।