পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী خط অচ্যুত গৌড়" তা • সুন্দরী ঝিও তোতে” বাহ৷” দেব, মু এই জানে । রঘু। মহাপ্রভু মু আজ নিশ্চে’ জানিলি । মাইপে মানে • ৮ আইলেনি• * । ক্ষীরোদবাসিনী, শারদ, লীলাবতী এবং দাসীন্বয়ের প্রবেশ । ক্ষীরে । ( অনাথবন্ধুর মস্তকে জল প্রদান ) হে অনাথবন্ধু, তুমি অনাথিনীবন্ধু, তোমার মাথায় আমি শীতল জল ঢালিতেছি, আমার প্রাণবল্লভকে এনে দিয়ে আমার তাপিত প্রাণ শীতল কর, আমি ঘৃতকুম্ভ, সোনার ষাড় দিয়ে তোমার পুজা দেব। হে অনাথিনীবন্ধু, অনাথিনীর প্রাণ অতিশয় ব্যাকুল হয়েছে, আর প্রবোধ মানে না, বিয়োগ হলো। পুষ্যিপুত্র লওয়া হলেই আমি এ জন্মের সুখে জলাঞ্জলি দিয়ে তোমার মন্দিরে প্রাণত্যাগ করবে, পুস্থিাপুত্র লওয়া হলে প্রাণনাথ আর বাড়ীতে আসবেন না, পুষিপুত্র না নিতে নিতে আমার প্রাণপতিকে আমায় দাও, আমি অতি কাতরস্বরে তোমায় বলচি—আমার মনস্কামনা সিদ্ধি কর। যে স্বামীর মুখ এক দণ্ড না দেখলে চক্ষে জল পড়ে, সেই স্বামীর মুখ আমি আজ দ্বাদশ বৎসর দেখি নি, আমার প্রাণ যে কেমন কচ্চে তা আমার প্রাণই জানে আর তুমি অন্তর্যামী তুমিই জান । হে অনাথবন্ধু, আমাকে আর ক্লেশ দিও না, একবার অভাগিনীর প্রতি কটাক্ষ কর, তা হলেই আমার জীবনকান্ত বাড়ী আসবেন । সাত দোহাই তোমার, অবলার প্রতি সদয় হও । লীলা । ( ব্রহ্মচারিদ্বয়ের প্রতি ) হ্যাগ। আপনার তো ৪৩ অচু্যত ঘোষ ( গোপ ) з 8 atъ. ৪৫ তোকে ৪৬ বিবাহ 8 १ निष्कृश्च ৪৮ মেয়ের 8台 叱可可