পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী b-Φ প্রাণনাথের উদ্দেশে চল্লো—আহা মা যখন বিয়ে দেন তখন কি তিনি জানতেন তার ক্ষীরোদ এমন যন্ত্রণ ভোগ করবে— যেমন বিয়ে দিতে হয় তেমনি বিয়ে মা তো দিছলেন–কি মনের মত স্বামী । অামার প্রাণপতির মত কারে পতি নয়, তাই বুঝি অভাগিনীর ভাগ্যে সইলে না—সইলো না কেন বলচি, অবশ্য সইবে, অামার প্রাণপতিকে অামি অবশ্য ফিরে পাব । প্রাণনাথ কোথায় তুমি ! দাসীকে আর ক্লেশ দিও না, বাড়ী এস, দাসীর হৃদয়-আসনে উপবেশন কর, আসন পেতে রেখেচি —( বক্ষে দুই হস্ত দান ) প্ৰাণেশ্বর আমি জীবন্মত হয়ে আছি, আমার শরীর স্পন্দহীন হয়েছে, কেবল আশালতা বেঁধে টেনে নিয়ে ব্যাড়াচ্চি। আমি আজ বার বৎসর চুলে চিরুনি দিই নি, পায়ে আলতা দিই নি, গায় গন্ধতেল মাখি নি, ভাল কাপড় পরি নি ; গয়ন সব বাক্সয় ছাত ধরে যাচ্চে—আমার বেশভূষার মধ্যে কেবল দিনাস্তে সি তেয় সি দূর দেওয়া—জন্ম জন্ম দেব—অামি পতিব্ৰতা ধৰ্ম্ম অবলম্বন করিচি—কেবল তোমাকে ধ্যান করি, আর প্রত্যহ তোমার খড়ম যোড়াটি বক্ষে ধারণ করি—( বক্ষে খড়ম ধারণ ) প্রাণকান্ত, তোমার খড়ম বক্ষে দিলে আমার বক্ষ শীতল হয়, যখন যে পায় সেই খড়ম শোভ করতে সেই পা বক্ষে ধারণ করবে। তখন ইন্দ্রের শচী অপেক্ষাও সুখী হবো। আমার পবিত্র বক্ষ—পরিশুদ্ধ, বিমল, সতীত্বমণ্ডিত—তোমার পা রাখার অযোগ্য নয়— পবিত্র ত্রিদিবধাম ধরণীমগুলে, সতীত্ব ভূষণে নারী বিভূষিত হলে । অমরাবতীর শোভা কে দেখিতে চায়, সতী সাধী স্থলোচনা দেখা যদি পায় ? কোথা থাকে পারিজাত পৌলোমী-বড়াই মুরভি সতীত্ব-শ্বেত-শতদল ঠাই । নাসিক মোদিত মনারের পরিমলে, সতীত্ব সৌরভ যায় হৃদয় অঞ্চলে, هيمي