পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী واسb মলিন-বসন পর, বিহীন ভূষণ, তবু সতী আলো করে দ্বাদশ যোজন, কেন না সতীত্ব-মণি ভালে ৰিরাজিত, কোটি কোটি কহিন্ধুর প্রভা প্রকাশিত । সতেজ-স্বভাব সতী মলাহীন মন, অণুমাত্র অমুতাপ জানে না কখন, অরণ্যে, অর্ণৰে ষায়, আচলে, অস্তরে, নতশির হয় সৰে বিমল অস্তরে, চণ্ডাল, চোয়াড়, চাষ, গোমূখ, গোয়ার, পথ ছেড়ে চলে যায় হেরে তেজ তার, অপার মহিমা হায় সতীত্ব-সুজাত, লম্পট জননী জ্ঞানে করে প্রণিপাত । পাঠায় কঙ্কায় যবে স্বামী সন্নিধান, ধন আভরণ কত পিতা করে দান,— পরমেশ পিতা দত্ত সতীত্ব স্ত্রীধন, দিয়াছেন দুহিতায় স্বজন যখন, বাপের বাড়ীর নিধি গৌরবের ধন, বড় সমাদরে রাখে স্বলোচনাগণ । রেখেছি যতনে নিধি হৃদয় ভাণ্ডারে, এস নাথ দেখাইব হাসিয়ে তোমারে । লীলাবতী এবং শারদ মুন্দরীর প্রবেশ । লীলা । হ্যা বউ একাটি ঘরে বসে কাদচে । ক্ষীরে । দিদি কাদবের জন্তে যে আমি জন্মিচি—আমি যে চিরতুঃখিনী, আমার জীবন যে রাবণের চিলু হয়েচে—আমি যে এক বিনে সব অন্ধকার দেকুচি, আমি যে সোনার থালে খুদের জীউ খাচ্চি, আমি যে বারাণসীর শাড়ীর আঁচলে সজনের ফুল কুড়য়ে আনচি, আমি যে অমৃতসাগরে পিপাসায় মরচি— লীলা । বউ তুমি কেঁদে না, পরমেশ্বর অবশ্যই আমাদের প্রতি মুখ তুলে চাইবেন, তিনি দয়ার সাগর, আমাদের অকূল