পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী Ե-գ পাথারে ভাসাবেন না—তুমি চুপ কর, দাদা স্বরায় বাড়ী আসবেন, আমাদের সব বজায় হবে, তুমি রাজ্যেশ্বরী হবে— ক্ষীরে । আহ ! লীলার কথাগুলি যেন দৈববাণী— আমার অভাগ৷ কপালে কি তা হবে, তোমার দাদা বাড়ী আসবেন, সকল দিক বজায় করবেন— - শার । বউ তুমি নিরাশ্বাস হয়ে না, বার বৎসর উত্তীর্ণ হয়েছে, দাদ। আর বিদেশে থাকবেন না, ত্বরায় বাড়ী আসবেন —কত লোক ঐরাপ বিবাগী হয়ে থেকে আবার বাড়ী এসে সংসারধৰ্ম্ম কচ্চে—আমার মামা-শাশুড়ী গল্প করেচেন, র্তার বাপের বাড়ী একজনেদের ছেলে সন্ন্যাসী হয়ে অজ্ঞাতবাসে ছিল, তার বিয়ে না হতে সে অজ্ঞাতবাসে গিয়েছিল, বার বৎসরের পর তার আপনার জনের নিরাশ হয়ে তার ছোট ভেয়ের বিয়ে দিয়েছিল, তের বৎসরের পর সে ছদ্মবেশে বাড়ী এসেছিল ; কিন্তু ছোট ভেয়ের বিবাহ হয়েছে দেখে বাড়ী রইলে না—তার বন তাকে চিন্তে পেরেছিল । ক্ষীরে । শারদ, সে দিন অনাথবন্ধুর মন্দিরে কুজন ব্রহ্মচারী ছিলেন, তার মধ্যে যিনি ছোট, যিনি একটিও কথা কইলেন না, তিনি ঠিক তোমার দাদার মত, আমি বার বৎসর দেখি নি, তবু আমি ঠিক বলতে পারি সেই নাক সেই চক্ । র্তারা সেই মন্দিরে অনেক দিন রয়েচেন । লীলা । আমি বেশ নিরীক্ষণ করে দেখিচি, ঠিক আমার বাবার মত নাক চক্ । শার । দাদা হলে অত বড় পাকা দাড়ি হবে কেন ? একেবারে আঁচড়ানো শোনের মত ধপধপ কচ্চে— ক্ষীরে। আমিও ত সেই সন্দ কচ্চি—যদি পাকা দাড়ি না হতো, তা হলে কি আমি তাকে ছেড়ে দিতুম | লীলা । আমার এখন বোধ হচ্চে দাড়ি কৃত্রিম—তিনিই আমার দাদা হবেন, বোধ করি ছদ্মবেশে সন্ধান মিচেচন আমরা