পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

岑争 मौनवकू-&हांदली তাই করবেন। পণ্ডিত মহাশয়, মামাশ্বশুর কত বলেচেন, ললিতকে পুষ্ঠ্যিপুত্র না করে, লীলার সঙ্গে বিয়ে দেন, লীলা মা বাপের বিষয় ভোগ করুক, তা তিনি বলেন, তা হলে আমার পূৰ্ব্বপুরুষের নাম লোপ হয়ে যায়। শার । তোমার কাজ তুমি করে এক বার বলে দেখ, আমিও তোমার সঙ্গে থাকবো । ক্ষীরো। ললিত যদি না রাজি হয় । শার । ললিত সইকে যে ভাল বাসে অবশুই রাজি হবে । ক্ষীরো। ললিত কাকে না ভাল বাসে, ললিত তোমাকেও ভাল বাসে, আমাকেও ভাল বাসে, লীলাকেও ভাল বাসে, তার • স্বভাবই ভাল বাসা, তা বলে যে সে এত ঐশ্বৰ্য্য আর চৌধুরীদের মেয়ে ছেড়ে লীলাকে বিয়ে করবে তা বোধ হয় না । শার । ললিত পণ্ডিত মহাশয়ের সঙ্গে বলেচে অার কারো পুস্থিাপুত্র নিয়ে তার সঙ্গে লীলার বিয়ে দিলে সে চরিতার্থ হয় । ক্ষীরো। ললিত বড় কুলীন নয় বলে তিনি যে আপত্তি করেচেন । শার। এখন আর কুলীন, বংশজ ধরে না, তুমি চলো একবার বলে দেখ, তিনি লীলার মুখ চেয়ে রাজি হলে হতে পারেন । ক্ষীরে। চলে । প্রস্থান ।