পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ দীনবন্ধু-গ্রন্থাবলী রঘু। দারী’ তোর মাইপো’- সড়া মিচ্ছ গোসাই, ভণ্ড, চোর, খপ্টং - গোটায়ং মুথোং মারি সড়ার নাক চেপ্পা • করি দেবি—মতে গালি দেলু র্কাই কি ? যজ্ঞে । না বাপু, তোমারে আমি গাল দিই নাই—তুমি একজন দ্বারীকে ডেকে দাও । রঘু। দারী তোর ভৌড়ি,** সড়া ভণ্ড, অন্ধ, মিচ্ছ গোসাই ভেস** করি দারীপাই“ বুলুছু* ; ভল্লোকঙ্ক" ঘরে তোতে দারী মিলিব ? লম্পট বেধিপং” পাখখরা"- তু মিচ্ছ গোসাই, তোর কপট দারী মু উপাড়ি পকাইবি* । ( সজোরে যজ্ঞেশ্বরের দাড়ি উৎপাটন । ) যজ্ঞে । বাবা রে, মলুম রে, সৰ্ব্বনাশ হলো রে, চিনে ফেলেছে রে । রঘু। তোর সব দাড়ি মুকাড়ি" দেবি । ( দাড়ি ধরিয়া সজোরে টানন । ) যজ্ঞে । ও বাপু তোর পায় পড়ি আমারে ছেড়ে দে, অামার মিছে দাড়ি নয় তা হলে রক্ত পড়বে কেন ? রঘু। কেবে** ছাড়ি দেবি না—রক্ত পড়লা তো কোড় হল তু মিচ্ছ গোসাই পরা” । যজ্ঞে । তুমি জানলে কেমন করে ? রঘু। মতে" কহিছন্তি" । যজ্ঞে । এত দিনের পর মৃত্যু হলো—ও বাপু তুমি কারে বলে না, তোমারে আমি একটি মোহর দিচ্চি। (মোহর দান ) ১৮ বেথা । וי פצ ২০ ভাকাত ২১ একটি ২২ কিল ২৩ চ্যাপ্টা ২৪ ভগিনী २é जांच २७ अछ ২৭ ঘুরে বেড়াইতেছে ২৮ ভাল লোকের ২৯ জারজ ৩০ বজাত ৩১ ফেলাইব ৩২ উঠাইয়া ७७ कृषंभ ७8 ¢नंiजांहें बट्टै ठ \ee জামায় ৩৬ ৰপিয়াছে