পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী సిడt অপর কোন স্থপাত্রে অর্পিত হোক—ন, না, ন, অামার হৃদয় বিদীর্ণ হয়ে যায়, আমি সম্মতি দান কত্তে অক্ষম—কিসে সে মুখী থাকবে আর কেউ যত্ন করে জানবে না—অপরের কাছে পাছে সে যা ভাল বাসে তা না পায়—আমি তার সুখের জন্যই তাকে অপরের হস্তে অৰ্পণ কৰ্ত্তে বলতে পারি নে। কেউ যেন কখন কামিনীর কোমল মনে ক্লেশ না দেয় । জানিত না পুরাকালে মহাকবিচয়, একাধারে এত রূপ বিরাজিত রয়, তাই তার বলিয়াছে অজ্ঞান কারণ, ব্রজবালা বলে অতি মধুর বচন, মৈথিলী মোদিনী জয়ী হরিণনয়নে, বঙ্গ-বিলাসিনী দস্তে ৰসায় মদনে, উৎকল অঙ্গনা-উরু অনঙ্গ-অtলয়, নিতম্বে তৈলঙ্গী সবে করে পরাজয়, সজল-জলদ-রুচি কেরলীর চুল, কর্ণাট-কামিনী-কটি ভুবনে অতুল, গুর্জরীর অহঙ্কার উরোজ রঞ্জন, মকরকেতন-কেলি-চারু-নিকেতন । লীলায় দেখিত যদি তারা এক বার, এক স্থানে বসে হতে রূপের বিচার । মবাঙ্গী নূতনকাস্তি নবীন নলিনী, অমলিনী, অনঙ্কিত, তোলে নি মালিনী । সুকোমল ভুজবল্পী গোলালো গঠন, ইচ্ছে করে থাকি বেড়ে হইয়া কঙ্কণ । মুণ্ড্যামল দোল দোল অলককুস্তল, মুখপদ্মপ্রাস্তে যেন নাচে অলিদলচাই না চন্দ্রম, রবি, নন্দনকানন, দিনাস্তে বারেক যদি পাই দরশন, লাজশীলা লীলাবতী-চুচুক-চুম্বিত, মদনদোলের লতা অলকা কুঞ্চিত ।