পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলা । ললি । দীনবন্ধু-গ্ৰস্থাবলী যে অজনা অঙ্গজাত পরিমলকপী শৈশব সময় হতে বাড়িতে বাড়িতে মোদিত করেছে মম নাসিকার স্বায়— পারিজাত গন্ধ যথা পুরন্দর নাসা— সৌরতে ধরিতে তায় লাগে কি সময় ? শৈবাল যতনে যদি বিকচ পঙ্কজে অfবরণ করে রাখে—স্কৃপণ যেমন গোপন করিয়া রাখে সভয়-হৃদয়ে কাঞ্চল রতন তার-ছোব না দেব না--- অথব; যেমন সন্দেহু সস্তুপ্ত পতি চাবি দিয়ে রাখে ভয়ে হৃদি কমলিনী— পরিমন্সে বলে দেয় তখলি আমলি “এই যে রয়েছে ফুটে ফুলকুলেশ্বরী” । কেমন কেমন তুমি হয়েছ ক দিল, বিবস রসন, হাস্ত্যমুখ হালিহীল । কি ভাবনা, মাতা খাও, বল না অামায়, কি হয়েচে সত্য ৰলো, পড়ি তৰ পায়— কেমন কেমল মন বিনোদবিহীন, বাসনা বিদেশে ষাই হয়ে উদাসীন । ভাবনা-অাজপ-তপপে হৃদি-সরোবর, দিন দিন রসহীন ক্ষীণ কলেবর-~~ শুখাইল কুবলয় প্রণয় সরল, শুখাইল অধ্যয়ন বিকচ কমল, দেশ অঙ্কুরাগ কুলা পুড়ে হলো খাক, ময়ে গেল দীনে-দণন জুস্থলীর শাক, পুড়িয়াছে পরিণয় পুণ্ডরীক কলি, উঞ্চিয়াছে যত অাশা মরালমণ্ডলী । কি করি কোথায় যাই করে বলি মন, হারায়েছি যেন চির যতলের ধন । দুরিতে অভাব মোর কুবের ভিকারী, কি হবে অামার তবে ছার জমিদারী ?