পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলা । ললি । লীল । ললি । লীলাবতী సెవె সার কথা লীলাবতী—কি মধুর নাম, বিরাজিত যাতে কটি ধনেশের ধাম— বলি আজ বামাঙ্গিনি, কম্পিত হৃদয়ে, শোল তম্বি, স্নেহময়ি একমল হয়ে— বলিতে বলিতে কেন চাপিলে বচন, সজল হইল কেন উজ্জল নয়ন ? মুখের সাগরে ভূমি দিতেছ সাতার, ধন জন অগণন সকলি তোমার, ভোলানাথ বাবু তায় করেচেন পণ তোমায় দেবেন দান দুহিত রতন, সুন্দরী মুৰণমুগ্ৰী সয়োজনয়নী। বিভবশলিনী ধনী চম্পকৰরণী— এত সুখে দুঃখী ভূমি অতি চমৎকার, অবগু নিগৃঢ় আছে কারণ ইহার, সঙ্গিনীরে ৰলিবার যোগ্য যদি হয় বিবরণ বলে করি বিনতি বিনয় । নিরাশ অগস্ত্য মুখ করিয়া ব্যাদান, মুখের সাগর সৰ করিয়াছে পান, এবে পড়িয়াছি বিষ বিষাদের হাতে, পড়িয়াছে ছাই মম ভোজনের ভাতে । কি আশা পুষিয়েছিলে করিয়ে যতন, কেমনে কাহার দ্বারা হইল লিধন, বিশেষ করিয়ে বলে মম সন্নিধান, স্বসার করিৰ তাতে যায় যাবে প্রাণ— মাতা খাও কথা কও কেঁদ না-কে আর, দেখিছ কি একদৃষ্টে বদনে আমার । , হেরে নয়নের ভাব অমুভব হয়, আজ কে নূতন যেন হলো পরিচয় । দেখ লীলা লীলাখেলা নিখিল জগতে এত দিন পরে বুঝি ফুরাইল মোয়—