পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী নিতান্ত করেছি পপ-পণের সময় কে কোথায় ভেৰে থাকে বিফলের কথা ? পরিণয় সুখাসনে ৰসিয়ে আনলো, মনের উল্লাসে সুখে করিব গ্রহণ তোমার পবিত্র পাণি—বীণাপাণি পাণি বিলিন্দিত যার কোমলতা মুগঠনে— পপ রক্ষণ নাহি ছয় ত্যজিব জীবন, অথৰ হইব যোগী করিব সজল, বাঘছাল, অক্ষমালা, বিভূতি কলাপ, করঙ্গ, আষাঢ় লও, জটা বিলম্বিত— সুশীলা লীলার লীলা মুদিত নয়নে নির্জনে করিব ধ্যান শিখরিশিখরে— চজশেখর যেমতি শিখরিলঙ্গিনী আনন্দ বিহবলে ভাবে ভূধরচুড়ায় । ভোলানাথ বাবু ৰালা সৌন্দর্ঘ্যের কথা বলিলে যাহার কুমি মম সন্নিধান— হয়েছে আমার চক্ষে বীশের অঙ্গায় । যে দিন হইতে ভূমি—শুভ দিন আহ, জণগঞ্জক আছে মম হৃদয়ের মাঝে— পবিত্ৰবদনী, যোগ ভঙ্গিনী রূপিণী, দেবীরূপে দিলে আলো মদীয় লোচনে ; ভুলিয়াছি কুমুদিনী কুমুদিনী-নাথ, কমলিনী, সৌদামিনী, শরদ কৌমুদী, সীমস্তে সিন্দুর-শোভা-উষা-মনোহরা, পরিমল-আমোদিত-মলয় পবন । কি আছে স্কমার এই লখর-ভুবনে , উপমা তোমার সনে, নিরুপমা ৰালা, দিতে পারি স্বসঙ্গত । তোমার বিহনে স্বর্গ উপসর্গ ৰোধ, অবনী নিরয় । তোমার পিতার কাছে জন্মের মতন, হয়েছি বিদায় আমি এই কতক্ষণ