পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলা । ললি । লীলাবতী X • S তোমার মানস জেনে করিৰ ৰিধান— স্বর্গের সোপান কিম্বা বিকট শ্মশান । তাই বুঝি আজ তুমি হয়ে অমুকুল, ক্ষমা করিয়াছ মম সরমের ভুল ? লজ্জাশীলা সুশীলা সুমতি স্বলোচনা কখল করে না হেন হীল বিৰেচন!— সদাচার পরিস্থরি লাজ সংহারিয়ে ধরিবে পুরুষ জাখি দুই হাত দিয়ে— আমি আজ লাজ খেয়ে হয়ে অচেতন, ধরিয়াছি ছুই করে তোমাব নয়ন, তুমি কিন্তু দয়া করে ক্ষমিলে আমায়, বাচিলাম আজকের লাঞ্ছনার দায় । অপর সময় হলে এই আচরণ অfরক্ত করিত তব বিপুল লোচন, কত উপদেশ দিতে মধুর বচনে, ব্যাকুল হতেম ভয়ে অস্থতপ্ত মনে । করিতে বাসনা যায় জীবনের ভাগী, তার দোষ নিতে দেশষ ভাবে অম্বুরাগী । স্বামীর নয়ন যদি কৌতুকে কামিনী অণ বরিত করে দিয়ে পাণি পঙ্কজিনী, সরম সংহার তাহে নহে গপলিত, প্রত্যুত প্রণয়ভাব হয় প্রকাশিত । অfশার সোপানে স্বর্গে হয়ে উপনীত করিতেছিলেম পূজা প্রণয় সহিত, মন মন্দিরের দেবী, জীবাণু অামার, ধরেছিল স্বৰ্গ মৰ্ত্ত্য পবিত্র আকার ; তাই তামরসমুখি পবিত্র প্রস্থল । নির্দোষ লীলার দোষ হয়েছিল গুণ । ভাল ভাল আমি যেন আশার কারণ, স্বসঙ্গত ভাৰিলাম তব আচরণ,