পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ه لا লীলা । ললি । লীলা । নেপথ্যে ললি । লীলা । ললি । লীলা । দীনবন্ধু-গ্রন্থাবলী বিপদ স্বচনা যদি তব কিছু হয়, তখনি দেখিবে অামি হইব উদয় । বিপদের বাকি নাথ কোথা আছে আর বেঁচে আছি মুখচন্দ্র হেরিয়ে তোমার— পিতার প্রতিজ্ঞ মোরে দিতে বলিদান, লিঙ্কাশিত করেছেন কুপাত্র কৃপাণ ; যে দিকে তাকাই আমি হেরি শূন্তময়, ভয়েতে কম্পিত অঙ্গ ব্যাকুল হৃদয়, কেবল সহায় তুমি স্বামী সুপণ্ডিত, ফেলে যাৰে একাকিনী এই কি উচিত ? সাধে কি তোমায় লীলা ছেড়ে যেতে চাই, বিধাতা পাঠালে বনে কারো হাত নাই, স্থানাস্তরে যেতে চাই তোমার কারণে, ব্যাঘাত ঘটিতে পারে থাকিলে ভবলে । যা থাকে কপালে তাই ঘটিবে অামার, জীবন আমার বই নহে কারো অার, কাছে থেকে কর কাস্ত উপায় সন্ধান, নয়নের বার ছলে বাচিবে না প্রাণ– ললিতমোহন—ললিত— এখন লয়ল-তারা বাহিরেতে ষাই, ষ। তুমি বলিবে আমি করিব তাছাই । বসে বসে প্রোণনাথ হৃদয়মোহন, বলিব অনেক কথা করিছি মনল— কি বলিবে বল প্রিয়ে কঁtঙ্গ কি কারণ, তুমি মম প্রাণকাস্ত হৃদমের ধন, না বলে তোমায় ছমামি যাব না কোথায়, রছিলাম দিব। নিশি তোমার সহায়— কেন প্রাণ কাজে কাস্ত কহিব কেমনে, আপনি ভাবনা আসি আবির্ভাব মলে ।—