পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক প্রথম গর্তাঙ্ক কাশীপুর —হরবিলাস চট্টোপাধ্যায়ের বৈটকখান । হরৰিলাস এবং পণ্ডিতের প্রবেশ । হর । কোথায় গেছেন তা বলব কেমন করে ? পণ্ডি । সিদ্ধেশ্বর বাবু কোন সন্ধান বলতে পারলেন না ? হর । সিদ্ধেশ্বরের সাক্ষাতে বলে গিয়েছিল আগরায় থাকবে, সেখানকার আদালতে ওকালতি করবে, তা আগর হতে লোক ফিরে এসে বল্লে, ললিত সেখানে যায় নাই । পণ্ডি । এখন কি ব্যবস্থা অবলম্বন করবেন ? হর । অস্থিত পঞ্চে পড়িছি, কিছুই স্থির কত্তে পাচ্চি নে—ললিত অামায় পরিত্যাগ করে যাবে আমি স্বপ্নেও জানি নে, ললিতকে আমি পুত্র অপেক্ষ ভাল বাসি, ললিতের অনুরোধে কত ধৰ্ম্মবিরুদ্ধ কাজ করিছি,—গ্রামের ভিত্তর দীক্ষা হওয়া উঠয়ে দিইচি, এটোর বাচবিচার তাদৃশ করি নে, ব্রাহ্মণ শূদ্রে এক হুকায় তামাক খায় দেখেও দেখি নে— ললিতকে যদি আমি পোষ্যপুত্র কত্তে পারি আমার অরবিন্দের শোক নিবারণ হয় । পণ্ডি । আপনাকেও ললিত প্রগাঢ় ভক্তি করে, তাহার মতের বিরুদ্ধ কাজ হলেও আপনি যাহা বলেচেন, ললিত তৎক্ষণাৎ তাহা করেচে । হর । ললিতের ভক্তির পরিসীমা নাই— পণ্ডি । ললিত আপনাকে কোন দিন গোপনে কিছু বলেছিল ? হর। এমন কি, কিছুই না—এক দিন আমাকে নির্জনে বল্পেন—“নদেরচাদের সহিত লীলাবতীর কখনই বিবাহ দেওয়া