পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী Se Q হবে না” আর বল্লেন—“লীলাবতীর যদি নদেরচাদের সহিত বিবাহ হয় তা হলে আমি প্রাণত্যাগ করবো”—আমি স্নেহবশতঃ বলচে বলে সে কথার বিশেষ উত্তর দিলাম না, কেবল বল্লেম অামি যখন কথা দিইচি তখন অবশুই বিবাহ দিতে হবে। পণ্ডি । ললিত বোধ করি মনন করে গিয়েছিল আপনাকে বলবে সে স্বয়ং লীলাবতীকে বিবাহ কত্তে বাসনা করে, তা লজ্জায় বলতে পারে নি । হর । আপনি যে দিন থেকে বলেচেন, আমি সে আভাস বিলক্ষণ বুঝতে পাচ্চি, কিন্তু তাহ ঘটবার নয়, আমি অমন শ্রেষ্ঠতম কুলীনকুমার হাতে পেয়ে ছাড়তে পারি নে, বিশেষ কথাবাৰ্ত্ত স্থির হয়ে গিয়েছে—ললিতের প্রতি আমার কি এতে কিছু অনাদর হচ্চে ? বিন্দুমাত্র না—ললিতকে পুত্র কত্তে প্রস্তুত, তাতে আবার ভোলানাথ বাবু কন্যা দান কত্তে চেয়েছেন, সে মেয়েও পরম সুন্দরী, সেও পণ্ডিতের কাছে লেখা পড়া শিখচে— পণ্ডি । ভোলানাথ বাবু গৃহে প্রত্যাগমন করেছেন ? হর । করেছেন—ভোলানাথ বাবু এ সম্বন্ধে অতিশয় সন্তুষ্ট হয়েছেন, নদেরচাদকে তিনি অতিশয় ভাল বাসেন, নদেরচাদের মোকদ্দমায় দু হাজার টাকা দিয়ে পাল সাহেবকে এনে দিয়েছেন । পণ্ডি । মোকদমা শেষ হয়েছে ? হর । তার আর শেষ হবে কি ? বড় মানষের নামে কি কেউ মোকদ্দমা করে উঠতে পারে ? পণ্ডি । এমন মোকদম। যার নামে, তাকে আপনি কন্যাদান কত্তে কি প্রকারে সম্মত হচ্চেন--- হর। বড় মানষের নামে মোকদ্দমা হবে না ত কি আপনার নামে মোকদ্দমা হবে ? ও সকল বড় মানষের লক্ষণ ।