পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 দীনবন্ধু-গ্রন্থাবলী অবিশ্বাস্ত জল পড়চে—আমি এমন নরাধম, আমার সর্বস্ব ধন লীলার কোমল মনে এমন ব্যথা দিইছি—আমার প্রাণ এখন ফেটে বার হলো ন—( রোদন ) “কৌলীন্য-শ্মশানকালী”— এক শ বার—বল্লাল সেনের মুখে ছাই—নদেরচাদের বাপের পিণ্ডি, ঘটকের মার সপিণ্ডীকরণ—ললিতকে কোথায় পাই— কুলীন জামাই আমার কপালে নাই । [ প্রস্থান । লীলা । ঝিকে কখন ডেকিচি একটু জল দেবার জন্যে, এখনো এল না-ও ঝি, ঝি,–তুই কি কাণের মাতা খেইচিস– একটু জল দিয়ে য— দাসীর প্রবেশ । দাসী । কৰ্ত্ত মশাই বাড়ী মাথায় করেচেন । লীলা । ( জলপান করিয়া ) কেন ? দাসী । ( অঞ্চল দিয়া লীলার মুখের জল মুছাইয় ) তিনি নদেরচাদকে গাল দিচ্চেন, ঘটককে হাজার বাপান্ত করছেন, আর বলচেন ললিতকে এনে এখনি লীলার সঙ্গে বিয়ে দেবও কি—তুমি অমন হলে কেন ? তোমার যে চকের জল হঠাৎ উথলে উঠল— লীলা । ( বহু যত্নে চক্ষের জল নিবারণ করিয়া ) ঝি—এ দুঃখের সাগর মন্থন করে কে তোর মুখে অমৃত দিলে ? হঠাৎ যে এমন হলো—বউ কিছু বলেছেন ? দাসী । কিছু না । লীলা । ললিতের কোন খবর এসেছে ? দাসী । না । ( পুনৰ্ব্বার উপাধানে মুখ ন্যস্ত করিয়া লীলাবতীর শয়ন )