পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী >)? শ্রীনাথের প্রবেশ । শ্রীন । ললিত ভাল আছে— লীলা । কি—কি—কে বল্লে—মাম। কেমন করে জানলেন ? শ্রীন । মা আমার উন্মাদিনী হয়েছেন । সিদ্ধেশ্বর তারে খবর দিয়েচে, ললিতের সঙ্গে তার দেখা হয়েচে এবং ললিত ভাল আছে । লীলা । বাবা শুনেছেন ? শ্রীন । না—তিনি কোথায় গেলেন । লীলা । মামা আমি একটু ব্যাড়াবো ? শ্রীন । ব্যাড়াও । লীলা । চল ঝি বয়ের কাছে যাই । [ সকলের প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক শ্রীরামপুর—ভোলানাথ চৌধুরীর বৈটকখানা। ভোলানাথ চৌধুরী আসীম । ভোলা ! ঘটুকীটি জুটেছে ভাল, কিন্তু আর সতীত্ব নষ্ট কত্তে প্রবৃত্তি হয় না—বিশেষ অমন সুন্দরী স্ত্রী ঘরে পেইচি— ভূত্যের প্রবেশ । ভূত্য । একজন ব্রহ্মচারী আপনার কাছে আসতে চাচ্চে— ভোলা । আসুক । - [ তৃত্যের প্রস্থান । আবার ব্রহ্মচারী—এক ব্রহ্মচারীর অনুরোধে—অনুরোধে কেমন করে ?—ধমকে জাতঃপাত হইচি--ইনি কি কত্তে আসচেন ?