পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী SS 4 কৌশলে লম্পটের করগত শ্রবণে আমার লোমকূপ দিয়া অনলকণা বহির্গত হইতে লাগিল, তদণ্ডে ভয়প্রদর্শনে পাণ্ডাকে বশীভূত করিয়া তাহারি দ্বারা মজিষ্ট্রেটকে সংবাদ দিলাম । ভোলা। আপনি যে বল্লেন পশ্চিমে যান নি । যোগ । স্বপ্নাবেশে গমন করেছিলাম—তার পর শুমুন— দিবসত্রয় মধ্যে লম্পটশ্রেষ্ঠ লৌহশ্বস্থাল-বন্ধন-দশায় থানাবথান কাশীতে প্রত্যাবৰ্ত্তন করিলেন—কারাগারগমনোন্মুখ । আমার চরণ ধারণপূর্বক রোদন করিতে করিতে স্বীকার করিলেন অামি যাত বলিব তা হাই শুনিবেন । চেষ্টার অসাধ্য ক্রিয়া কি ? অহল্যা, লম্পটের ঐশ্বৰ্য্য দেখেই হউক বা তার রূপ দেখেই হউক, লম্পটকে বিবাহ করিতে সম্মতা—অনেক অর্থ ব্যয়ে সদরআলার বিচারালয়ে পূৰ্ব্বকার তারিখ দিয়া এই মৰ্ম্মে একখানি দরখাস্ত রক্ষিত করিলাম, যে অহল্যার সম্মতিতে লম্পট তাহার পাণি গ্রহণ করিয়াছে । মাজিষ্ট্রেটের নিকটে লম্পট প্রকাশ করিলেন, তিনি অহল্যাকে বিবাহ করিয়াছেন, অপহরণ করেন নাই, তাহার প্রমাণ সদরআলোর বিচারালয়ে আছে । অহল্য। পরিণয় স্বীকার করায় মাজিষ্ট্রেট লম্পটকে নিস্কৃতি দিলেন । লম্পট যেমন দুরাত্মা তেমনি কৃতজ্ঞ, নিস্কৃতি প্রাপ্তির পরেই অহল্যার পাণি গ্রহণে অসম্মত । পুনর্বার লম্পটকে কারা প্রেরণের উপায় স্থির করিলাম। লম্পট সঙ্কটাপন্ন, বিশ্বেশ্বরকে সাক্ষী করিয়া শাস্ত্রমত অহল্যার পরিণেত। হইলেন । তদবধি অামার সহায়তার চিহ্ন স্বরূপ লম্পট-প্রদত্ত এই বহুমূল্য অঙ্গুরীয় মদীয় অঙ্গুলিতে বিরাজমান— ভোলা। আপনি সেই মহাত্মা, সেই মহাপুরুষ— ( যোগজীবনের চরণ ধরিয়া) আপনি আমার জীবনদাতা, আমি আপনার ক্রীতদাস, আমার জীবন রক্ষা করেছেন এখন আমার মান রক্ষা করুন—অামি ক্ষত্ৰীকন্যা বিবাহ করিছি প্রকাশ করবেন না, আপনি যা চাইবেন তাই দেব ।