পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী S ९ (* ভোলা । শ্ৰীনাথ বাবু কাশীতে তোমাদের চাপাকে দেখে এলেন—সে কাশীবাসিনী হয়ে অাছে, আমাদের খুব যত্ব করেছিল—অরবিন্দকে কত গাল দিতে লাগলো, বল্লে কুলের বাহির করে বেইমান ছেড়ে দিয়ে পালালো— - ঐনা। চাপার সঙ্গে অরবিন্দের নাম করা অতি মূঢ়তার কাৰ্য্য, অরবিন্দের কেমন চরিত্র তা কি জান না— ভোলা । সে বল্যে তা অামি কি করবে।—নদেরচাদের মোমদমাটা শেষ হক, তার পর আমি চাপাকে এখানে আনবো তার মুখ দিয়ে তোমায় শোনাব । দ্বি, ই । নদেরচাদের মোকদম কবে হবে ? নদে । কাল । তৃ, ই । হরবিলাস বাবু বলেচেন যদি জরিবান করে ছেড়ে দেয়, তা হলেও নদেরচাদকে কন্যা দান করবেন ৷ ঘটক বল্যে তিনি মোকদ্দমার কথা শুনে অতিশয় রাগ করেছিলেন এখন একটু নরম হয়েছেন । ভোলা । সাধে নরম হয়েচেন, আমার হাতে আছেন । চতু, ই । একবার গাওয়া যাক— সকলে । ( গীত, রাগিণী শঙ্কর তাল আড়খেমটা । ) নেশার রাজা, মদের মজ], না খেলে কি বলতে পারি— বিমল সুধা ৰিনাশ ক্ষুধা পান করিয়ে বাদস মারি । মুতার যেমন শু্যাম্পেন সেরী ; হতেন যদি ধান্তেশ্বরী, শায়ের মেয়ে বিয়ে করি, ঘরজামায়ে হতেম তারি ।