পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ●● দীনবন্ধু-গ্রন্থাবলী আমার প্রাণনাথকে মানুষ করেছিল—লীলা কত লোকের বাড়ীতে ঝি আছে, শাশুড়ীর আঁতুড়ে থাকে, তার পর আবার বয়ের আঁতুড়ে থাকে—আমার মন্দ কপাল কোন সাদ পূর্ণ হলে না—ছেলেকালেই খাওয়া পর উঠে গেল, আমোদ আহলাদের শেষ হলো—বিধবা হলেম—( রোদন ) লীলা । বউ আমার মুখ দিয়ে কথা সরচে না—তোমার মুখ দেখে আমার প্রাণ ফেটে যাচ্চে—আমি কি বলবো— · আমাদের কপালে এই ছিল—ঝি তুই দৌড়ে সইকে ডেকে আন । ( রোদন ) দাসীর প্রস্থান । ক্ষীরে। লীলাবতি, কেঁদ না দিদি, আমি শাস্ত হইচি— লীলা । বউ আমার মা নাই, তুমি ছেলেকাল হতে আমায় মায়ের মত প্রতিপালন করেছ, তোমাকে কাতর দেখলে আমার হাত প। পেটের ভিতর যায়—বউ তুমি কি নিরাশ্বাস হয়েছ—হঁ্যা বউ, পুষি পুত্র নিলে কি দাদা বাড়ী আসতে পারেন না--- ক্ষীরে। আর কি বলে আশা করি—পুষি পুত্র লওয়া হলে প্রাণনাথ আর বাড়ী আসবেন ন—লীলা, আমি পুষিা পুত্র লওয়া দেখতে পারবো না—লীলা, আজ রাত্রে আমি প্রাণত্যাগ করবে।—লীলা, তুই আমার প্রাণকাস্তের ভগিনী, তোর হাসিটুকু তার হাসির মত, তোকে আমি মেয়ের মত ভাল বাসি, লীলা, আমার ভাল ভাল গহনাগুলি, আমার ভাল ভাল শাড়ীগুলি তুই পরিস, আমার মাতার দিবিব আর কারে ছুতে দিস নে— লীলা । বউ, আমার প্রাণ কেমন করে—বউ আমার ভয় কচ্চে—বউ আমার কেউ নাই, তুমি আমায় ছেড়ে যেয়ে না— ( ক্ষীরোদবাসিনীর গলা ধরিয়া রোদন )