পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী אלאל হলো বলে তোমার অাশা ত কমচে না, তবে তুমি কি জন্য আত্মহত্যা কত্তে যাবে। ক্ষীরো । শারদ। আমি আজ বার বৎসর তার অণশায় রইচি, আর প্রতিদিন সূর্য্যোদয় হয়, আর আমি ভাবি আজ আমার স্বামী বাড়ী আসবেন ; আমার এক দিনের তরেও মনে হয় নি তিনি আসবেন না। কিন্তু এই পুষি পুত্রের নামে আমার মন কেমন ব্যাকুল হয়েছে তা আমি বলতে পারি নে, আমার বোধ হচ্চে যেন ঠাকুর তার কোন অশুভ সংবাদ অাজ কাল শুনেচেন, আমার বুঝি সৰ্ব্বনাশ হয়েছে—শারদা তোর আমাকে ভাল বাসিস, আমাকে সহমরণে যেতে দে, আমি প্রাণনাথের খড়ম আলিঙ্গন করে আগুনে ঝাপ দিই—(রোদন) লীলা । এখন কি আর বাবা বারণ শুনবেন, বারণই বা করবে কে—মামা কাল বাবার সঙ্গে ঝকড়া করে যে বেরয়েছেন এখন আসেন নি । - শার। রঘুয়া বল্লে মামা যজ্ঞেশ্বর ব্রহ্মচারীর সঙ্গে নৌক৷ করে শ্রীরামপুরের দিকে গিয়েছেন, যজ্ঞেশ্বর ব্রহ্মচারী আবার দাদার খবর বলতে এসেছিল, কৰ্ত্ত তাকে মেরে তাড়য়ে দেছেন-- ( নেপথ্যে কোলাহলধ্বনি ) লীলা । বাইরে ভারি গোল হচ্চে কেন বল দেখি—বাবার গলা শুনতে পাচ্চি—তিনি যেন কঁাদছেন— ক্ষীরে। সত্যি ত, জেনে আয় দেখি, ললিত বুঝি এসেছে-- শার। এই যে মাম। আসচেন । শ্ৰীনাথের প্রবেশ । ঐীন। ও মা লীলাবতি, তোমার দাদা বাড়ী এসেচেন— অরবিন্দ বাড়ী এসেচেন—সেই ছোট ব্রহ্মচারী যিনি যোগজীবন