পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯvზ® দীনবন্ধু-গ্রন্থাবলী ক্ষীরো। বার তের বৎসর আমার স্বামীর কোন সমাচার ছিল না, এর মধ্যে অনেক পরিবর্ত হয়েছে, সে চেহারা নাই, সে কথা নাই, সেরূপ মনের ভাব নাই—তার সম্বন্ধে অনেক ভ্রম হতে পারে—অপর কেহ পতির রূপ ধরে এসে ধৰ্ম্ম নষ্ট করে, তার চেয়ে বিধবা হয়ে থাকা ভাল—উনি যদি যথার্থ উত্তরটি দিতে পারেন, আমার মনে কিছুমাত্র সন্দেহ থাকবে না—আমি পবিত্র চিত্তে র্তার বাম পাশে বসবো । শার। তোমার স্বামী তুমি দেখলেই চিন্তে পারবে— হাজার পরিবর্ত হক্‌ স্বামীর মুখ দেখলেই চেনা যায়। ( নেপথ্যে আনন্দধ্বনি ) ক্ষীরো। সকলে আহ্নাদ করে উঠলে, বুঝি বলতে পেরেচেন । শার । যখন এ কথা নিয়ে কৌতুক করেচেন, তখন অবশ্যই বলতে পেরেচেন । লীলাবতীর প্রবেশ । লীলা । মেজ ঠাকুরদাদ। উত্তরের কাগজটি হাতে রেখে, প্রশ্নের কাগজটি দাদার হাতে দিলেন, দাদা পড়তে লাগলেন, আর হাসতে লাগলেন, তার পর অমনি বললেন “এক শত বৎসরের পথ”—মেজ ঠাকুরদাদা উত্তরটি কাগজ খুলে চেঁচুয়ে পড়লেন আর সকলে আনন্দে হাততালি দিতে লাগলো। বাব৷ দাদাকে বাড়ীর ভিতর আসতে বলেচেন । শার। চল সই, আমরা যাই । ক্ষীরে। শারদ। যেয়ে ন—লীল, বস তোর দাদা তোকে দেখুক, আর তো আপনার জন কেউ নাই ।