পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী অঙ্গরী, কিন্নুরী, পরী, দেবী, মানবিনী— কেহ ইসে কেহু গায়, কেহ স্থির লেন্ত্রে গাখিছে ফুলের মালা বল্লভ রঞ্জল । বিস্মিত দেখিয়ে মোরে সঙ্গিনী অামার, কহিলেন হান্তমুখে—“দেখ লীলাবতি, ‘পরিণয় সরোবর’ এ গরের নাম ; ওই যে বিপুল ফুল সরোমধ্য দেশে, প্রজাপতি-প্রদত্ত ‘প্রণয় পুওরীক’— ফুল চাও, কর বেশ, দেহ নব অঙ্গে, আতর, চন্দন, চুয়া, কস্তুরী, গোলাপ, হরিত্র, সুগন্ধি তেল, প্রস্থনের মালা”— সঙ্গিনীর কথা শেষ না হতে সজনি, সুন্দরীর দলে মিলে সাজালে আমায়— হেন কালে কোথা হতে ললিতমোহন, হাসি হাসি তথা আসি দিল দরশন, দাড়াইল সন্নিধানে—স্থত বাধা করে— সি তেয় সিন্দুর বিন্দু দিলেন সাদরে, আনন্দে অঙ্গনাকুল দিল হলুধ্বনি, চড়াৎ করিয়ে ঘুম ভাঙ্গিল অমনি ॥ শার । সই তোর বিয়ে হবে লো । লীলা । বিয়ে হবে না তো কি আমি আইবুড়ে থাকবে ? শার । ললিতের সঙ্গে তোর বিয়ে হবে । লীলা । হ্যা সই তবে যে বলে স্বপ্নে ভাল দেখলে মন্দ হয় । শার । যাদের মন্দ হয় তারাই বলে । লীলা । যাই ভাই ঘুম ভেঙ্গে গেল, আমার বুকটাে দড়াস দড়াস কত্তে লাগলো—সেই সরোবর দেখবের জন্তে কত ঘুমবার চেষ্টা কল্লেম তা পোড়া ঘুম আর এলেন । শার । যখন দাদা বাড়ী এসেছেন তখন সই আর ভয় কি ?