পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী Ֆ8 Գ হেমৰ্চাদের প্রবেশ । এই বুঝি তোমার কাল ? হেম । কাল বড় ব্যস্ত ছিলেম— শার । কিসে ব্যস্ত ছিলে ? তুমি এমন বিমর্ষ কেন ? হেম । খবর মনদ । শার । নদেরচাদের মোকদম। হার হয়েছে ? হেম । হাইকোর্টের বিচারে নদেরচাদের মেয়াদের পরিবৰ্ত্তে হাজার টাকা জরিমানা হয়েছে। শার । তবে কি মন্দ খবর ? হেম । সৰ্ব্বনাশ হয়েছে—সয়ের কপাল মন্দ । শার । ললিতের কিছু হয়েছে ? হেম । ললিতেরও হয়েছে সিদ্ধেশ্বরেরও হয়েছে । শার । তারা প্রাণে প্রাণে বেঁচে অাছে ত ? হেম । এ দুজন আমার অনেক উপকার করেছে, আমাকে গাদ পিটুয়ে ঘোড়া করেছে—এদের জন্তে আমার বড় দুঃখ হচ্চে । শার। কি হয়েছে শীঘ্র বলে, আমার প্রাণ বড় ব্যাকুল হয়েছে । হেম । যে অরবিন্দ বাড়ী এসেছে ও আসল অরবিন্দ নয় । শার। মা গো আমার গা কাটা দিয়ে উঠচে । হেম । ও তাতীদের ছেলে—আসল অরবিন্দ আজ এসে পৌছেচেন । শার । বাড়ীতে এসেছেন ? হেম । বাইরে কৰ্ত্তার কাছে বসেছেন । শার। ও মা কি সৰ্ব্বনাশ–বউ হয়তো বুঝতে পেরেছিল, তাই বউ বিরস বদনে আছে, কারে সঙ্গে কথা কয় না, হাসে ন—ললিত সিদ্ধেশ্বরের কি হয়েছে ?