পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So o দীনবন্ধু-গ্রন্থাবলী হয়ে আমার মস্তকচ্ছেদন করেন, কিছুতেই আক্ষেপ নাই, কিন্তু তুমি যে পবিত্ৰাত্মা সাধ্বী ক্ষীরোদবাসিনীর নাম তোমার পঙ্কিল জিহবাগ্রে এনে অপবিত্র কল্যে, তুমি যে ধৰ্ম্মশীল অকপট ললিতমোহনের নিৰ্ম্মল চরিত্রে অঙ্ক দান কল্যে, এতে অামার অন্তঃকরণ বিদীর্ণ হয়ে যাচ্চে— - নদে । তোমার আর তোমার সঙ্গীদের যা হবার তা আজি হবে, আমি পুলিসে খবর দিয়ে এসিচি । সিদ্ধে । ললিতমোহনের সহিত তোমার কখন সাক্ষাৎ ছিল ? যোগ । ললিতকে আমি দেখিছি, কিন্তু ললিতের সঙ্গে আমার কখন আলাপও হয় নি, কথাও হয় নি । নদে। হয় নি ? তুমি সে দিন গুলির আডডায় গাজ খাচ্চিলে, সিদ্ধেশ্বরের চাকর তোমাকে ডেকে নিয়ে গেল, তার পর ললিত তোমাকে অরবিন্দ বাবুর স্ত্রীর গোপন কথা সব বল্যে, তোমরা স্থির করলে ললিত কাশী গেলে তুমি অরবিন্দ হয়ে কাশীপুরে যাবে, তোমার চেলা যজ্ঞেশ্বর ব্রহ্মচারী তোমার সন্ধান চট্টোপাধ্যায় মহাশয়কে বলে দেবে। সিদ্ধে । যখন যোগজীবন বলিতেছেন ওঁর সঙ্গে ললিতের আলাপ নাই, ওঁর সঙ্গে ললিতের কখন কোন কথা হয় নাই, তখন কার সাধ্য ললিতকে দোষী করে । নদে ৷ সাক্ষী অাছে । সিদ্ধে । তুমি কয়েদ খালাসি, তোমার সাক্ষ্য যত গ্রাহ তা মা গঙ্গাই জানেন । নদে ! তোমার চাকর সাক্ষী অাছে, তোমার বৈটকখানায় বসে যে যে কথা হয়েছিল তা সব সে বলবে । সিদ্ধে । তোমার নিজের মোকদমায় সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল বলে তাকে আমি ছাড়য়ে দিয়েছি, তাকে তুমি আবার টাকা দিয়েছ সে আবার মিথ্য সাক্ষ্য দেবে । কিন্তু