পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>4& দীনবন্ধু-গ্রন্থাবলী ভোলা । তাতীর দিব্যি গ্রাহ্য নয় । যোগ । আমি যদি তাতী ন হই । ভোলা । সম্ভব—কারণ তুমি যে কাজ করেছ, এ বোক৷ তাতীর দ্বারা হবার নয় । ~. হর । তুই নরাধম কে তা বল, তুই কেন আমার এমন সৰ্ব্বনাশ করলি, তোর রক্তে স্নান করবে, তবে আমার দুঃখ যাবে । যোগ । পিত। সন্তানকে এমন কুবচন বলচেন । হর । ভোলানাথ বাবু তুমি পাপাত্মার মুণ্ডপাত কর, তার পর কপালে যা থাকে তাই হবে । নদে । আপনি ব্যস্ত হবেন না, এখনি পুলিসের ইনিস্পেক্টর আসবে, এলেই তাতীর শ্রাদ্ধ হবে, সিদ্ধেশ্বর ললিতমোহন পিণ্ডি খাবেন । পুলিস ইনিস্পেক্টর, যজ্ঞেশ্বর, হেমচাঁদ এবং কনষ্টেবেলদ্বয়ের প্রবেশ । হেম । ইনিস্পেক্টার যজ্ঞেশ্বরকে শিখয়ে দিচ্চেন, ললিতের নামে বলতে । যজ্ঞে । বাবা অামি ভাল মন্দ কিছু জানি নে, কারে পাত কেটে ভাত খাই নে, আমি পাচ বৎসর বয়স থেকে ব্রহ্মচারী, আমি পুলিসকে বরাবর ভয় করি, যখন কাছারি ছিলেম তখন পুলিসকে কত ঘুস দিইচি । শ্রীন । এ ভণ্ড ব্যাট। এর ভিতর অাছে, কারণ ঐ আমাকে প্রথমে সন্ধান বলে দেয়, আর ও যোগজীবনের সঙ্গে সৰ্ব্বদা থাকতে । _ যজ্ঞে । আমার কি অপরাধ বলো—বকেয়া কিছু ওটে নি ত ? f নদে ৷ শাল। কিছু জানেন না, ধ্যান কচ্চেন ।