পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী 〉むや হর। যোগজীবন যে অরবিন্দ তুমি কেমন করে জেনেছিলে ? যজ্ঞে । পুস্তি পুত্র লওয়া নিবারণ করবের জন্যে যোগজীবনকে বড় ব্যস্ত দেখলেম, আর পাছে আপনার বাড়ীর কেউ ওঁকে দেখতে পায় উনি পালয়ে পালয়ে বেড়াতেন, আর ওঁর ঝুলির ভিতর একখানি পুরাণ কাপড় দেখলেম তার প্যেড়ে আপনার নাম লেখা, আমি তাতেই ওঁকে অরবিন্দ বিবেচনা করেছিলেম-এ ভিন্ন অামি যদি আর কিছু জানি আমার বেটার মাত খাই । আমি ব্রহ্মচারী, সাত দোহাই তোমাদের অামি ব্রহ্মচারী । পু, ই । এ বড় সঙ্গিন মোকদ্দাম, আমার কেয়াসে এ দোন ব্রহ্মচারীকে, আর যে ছোকরাঠো আছে, সকলকে পুলিসে লিয়ে যাওয়া । সিদ্ধে । তোমার কাছে ফরিয়াদী হয়েছে কে ? পু, ই । নদেরচাদ বাবু সব তদবির করেছেন । সিদ্ধে । এখানে নদেরচাদের যম আছে । এখন পর্য্যন্ত পুলিস কাহাকেও স্পর্শ কত্তে পারে না । যোগজীবনের অপরাধ সাব্যস্ত বটে কিন্তু যতক্ষণ চট্টোপাধ্যায় মহাশয় ফরিয়াদী না হন ততক্ষণ পুলিস ওকেও ধত্তে পারে না। আইন মোতাবেক চল্যে মোকদম। একরূপ দাড়ায়, টাকা মোতাবেক চল্যে আর একরূপ দাড়ায় । পু, ই । আপনি পুলিসকে বড় বদ্বজবান বলছেন, আমি অামার সুপরেনটেনডেন্ট সাহেবকে বলবে । সিদ্ধে । আমি ডেপুটি ইনিস্পেক্টার জেনারেল সাহেবকে বলবো তার এক জন ইনিস্পেক্টার বেয়াইনি এক জন ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পীড়ন করেছে । পু, ই । না মশায়, আপনি অষ্ঠায় বলেন, মার ধর কিছু করে নি, গ্রেপ্তার বি করে নি, ডাকিয়ে এনেচি । আমাকে శి తి