পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>@br দীনবন্ধু-গ্রন্থাবলী তোমার রক্ষার্থে তোমার সমভিব্যাহারে রহিলাম। তুমি কাশীতে সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করে ইংরাজি অধ্যয়ন করতে লাগলে, এবং কাশীর কালেঞ্জের শিক্ষকের পদে অভিষিক্ত হলে, আমি নিশ্চিন্ত হইলাম, তদবধি তোমার নিকটে আর যাই নাই । নদে । তার পর খালি ঘর দেখে একটি ছেলের চেষ্টায় কাশীপুরে এলে । ভোলা । নদেরচাদ তুই বাপু কি চুপ করে থাকৃতে পারিস নে ? নদে । মহাশয় ঢাক্ ঢাক্‌ গুড় গুড় আর চলবে না, পাড়ায় রাষ্ট, বউ ঠাকুরুণ গৰ্ভমতী হয়েছেন । হর । ( দীর্ঘনিশ্বাস ) অরবিন্দ, ব্রহ্মচারী মহাশয়ের কৃপায় তোমাকে ফিরে পেলেম বটে কিন্তু কলঙ্কে কুল পরিপূর্ণ হলো । অর । অামার মনে কিছু মাত্র দ্বিধা হচ্চে না, অামার স্ত্রীকে আমি পঞ্চমবধীয়া বালিকার ন্যায় পবিত্র জ্ঞান করুচি। হর। ভোলানাথ বাবু কি বলেন ? ভোলা। যোগজীবন মহাশয় যে মহাপুরুষ, ওঁর মনে যে কিছু মাত্র মালিন্ত আছে তা আমার বোধ হয় না, কিন্তু কানাকানি ক্রমে বৃদ্ধি হতে চল্লো । হর । মেজোখুড়ো কি ৰলেন ? প্র, প্রতি । এ বিষম সমস্তা—অরবিন্দকে ব্রহ্মচারী যেরূপে বাচুয়েছেন, অরবিন্দের মঙ্গলের জন্ত যে কষ্ট স্বীকার করেছেন—তাতে উনি অরবিন্দের স্ত্রীর সতীত্ব ধ্বংস করে অরবিন্দকে মনস্তাপ দেবেন এমন ত কোন মতেই বিশ্বাস হয় না—যোগজীবন তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করি—তুমি অরবিন্দ নও তা অরবিন্দের স্ত্রীর কাছে বলেছিলে ?