পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্ৰস্থাবলী هو لا জিম্বা করে দেন ; বউকে পুলিসে দেওয়া বড় অপমান তাকে সোজা পথ দেখয়ে দেন তিনি সোনাগাছী চলে যান, না হয় কাশীতে যান, চাপার বাড়ীতে থাকতে পারেন, চাপা কাশীতে অাছে, মামা দেখে এসেছেন । ললি । নদেরচাদ পরনিন্দ তোমার নীচাত্মার পথ্য । হর । বউটিকে ত্যাগ করি, আপাততঃ তার পিত্রালয়ে পাঠয়ে দিই, অরবিন্দ পুনৰ্ব্বার বিবাহ করুন। অর । আমার স্ত্রীকে আমি লয়ে কাশী যাই, আপনি দত্তক পুত্র গ্রহণ করুন । প্র, প্রতি । অরবিন্দ সকল কথা প্রণিধান করে বোঝ তোমার স্ত্রী হাজার নির্দোষী হন, তার শরীর যে নিষ্পাপ কেহ শপথ করে বলতে পারবে না ; তিনি নবীন যুবতী ইনি নবীন যুবক, একত্রে তিন দিন বাস হয়েছে, এক শয্যায় শয়ন হয়েছে, ইনি অরবিন্দ নন জেনেও তিনি প্রকাশ করেন নি, তখন ভারি সন্দেহ স্থল—অনল ঘৃত একত্রে থাকলে গলাই সম্ভাবনা— তুমি ব্রহ্মচারীকে ওমনি ছেড়ে দিতে চাও দাও, কিন্তু স্ত্রীকে অার গ্রহণ কৰ্ত্তে পার না । ভোলা । আপনি উচিত কথা বলেছেন । ললি । ( যোগজীবনের প্রতি ) আপনি যে অরবিন্দের পরমবন্ধু, অরবিন্দের দুই বার প্রাণরক্ষা করেছিলেন, এবং অরবিন্দের মঙ্গল দেবতার স্বরূপ র্তার কাছে কাছে ছিলেন, এবং অরবিন্দ ত্বরায় বাড়ী আসবেন, এ কথা আনুপূর্বিবক বয়ের কাছে বলেছিলেন ? যোগ । এই সকল বলাতেই ত তিনি প্রকাশ করা রহিত কল্যেন এবং আমাকে বিশ্বাস কল্যেন । ললি । জগদীশ্বর নিরাশ্রয়ের আশ্রয়—আপনার উপায়হীনা, অবলা, সাধী ক্ষীরোদবাসিনীকে বহিষ্কৃত করণের যে প্রস্তাব করিতেছেন তাহ অতীব গৰ্হিত, চণ্ডালের উপযুক্ত—