পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lose দীনবন্ধু-গ্রন্থাবলী মামলা আরম্ভ হয়। ২৪ জুলাই তারিখে লঙের বিরুদ্ধে বিচারপতি রায় দেন ; তাহার এক মাস কারাবাস ও এক হাজার টাক। অর্থদণ্ড হয়। মহামতি কালীপ্রসন্ন সিংহ স্বয়ং বিচারালয়ে উপস্থিত থাকিয়া জরিমানার হাজার টাকা আদালতে প্রদান করেন । ইহার কিছু কাল পরেই লং সাহেব স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করেন। এই হাঙ্গামা আরও অনেক দূর গড়াইয়াছিল এবং শেষ পর্য্যস্ত নীলকরদের অত্যাচার বন্ধ হইয়াছিল । দীনবন্ধুর জীবিতকালে বিভিন্ন স্থান হইতে বিভিন্ন প্রকাশক কর্তৃক উহার বহু সংস্করণ প্রকাশিত হয় । দীনবন্ধু কর্তৃক ‘নীল-দপণ’ রচনার কারণ আজ সৰ্ব্বজনবিদিত। ‘কস্যচিৎ পথিকস্ত” “ভূমিকা”তে দীনবন্ধু স্বয়ং প্রধান কারণ ব্যক্ত করিয়াছেন । তবে নীলকরদের ইতিহাস গোড়া হইতে শেষ পর্য্যন্ত সবিশেষ জানিতে হইলে সমসাময়িক সংবাদপত্রগুলি পাঠ করিতে হইবে। এতদূব্যতীত, Papera relating to the Cultivation of Indigo in the Presidency of Bengal ; Report of the Indigo Commission ; Gotzotestà arto Rural Life in Bengal ; owfootă to Indigo Planters, and all about them ; Fifi E557 frāH History of Indigo Disturbance in Bengal ; Selections from the Papers on Indigo Cultivation (By A Ryot) প্রভৃতি পুস্তক পড়িতে হইবে। ১৯০৫ খ্ৰীষ্টাব্দে অধ্যাপক শ্ৰীহারাণচন্দ্র 5tzsätofa The Dawn And Dawn Society's Magazine-ass goto Host: “Fifty Years Ago" aim দিয়া এই ইতিহাস সংক্ষেপে লিপিবদ্ধ করিয়াছিলেন । আমরা এইগুলি হইতেই সংক্ষেপে সামান্ত বিবরণ দিতেছি।