পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী >やか? দৌড় দিয়ে শ্রীরামপুর যাই, তার পর যদি আর এমুখ হই আমি শালার বেটার শালা । [ নদেরটাদের বেগে প্রস্থান । যজ্ঞে । মহাশয় অামি পারিতোষিক পেতে পারি কি না ? পুলিস দারগা এক রকম দিয়েছেন । অর। আপনি অবশ্য পুরস্কার পাবেন—আপনাকে আমি হাজার টাকা দেব ।--আপনি যে বল্যেন পিতার নাম সম্বলিত পাড়বিশিষ্ট একখানা কাপড় যোগজীবনের ঝুলিতে ছিল সে কাপড়খানি কোথায় ? যজ্ঞে । ঝুলিতেই আছে । যোগ । ( ঝুলি হইতে বস্ত্র বাহির করিয়া ) এই সে বস্ত্র । অর। এ ত একখানি ছোট শান্তিপুরে ধুতি—পেড়ে লেখা দেখচি—“হরবিলাস চট্টোপাধ্যায় দুহিত। তারা সুন্দরী”— হর। এ বস্ত্র আমার তারার পরনে ছিল—চাপা তুমি এ বস্ত্র কোথায় পেলে ? যোগ । তারার নিকটে পেলেম । হর । অামার তারা কি জীবিত অাছেন ? আমার তার কি পবিত্র অাছেন ? যোগ । অযোধ্যার পরম ধাৰ্ম্মিক মহীপৎ সিং তারাকে কন্যারূপে প্রতিপালন করেছিলেন, আপনাকে দিবার জন্য তারাকে তিনি কাশীতে লয়ে আসেন-কিন্তু কাশীতে মহীপতের মৃত্যু হওয়াতে, আমি মধ্যবৰ্ত্তী থেকে ভোলানাথ বাবুর সহিত তারার পরিণয় হয়েছে—ভোলানাথ বাবু আপনার পরমাত্মীয়, আপনার জামাত । - হর । চাপা তুমি আমার লক্ষ্মী, তোমার কল্যাণে আমার পুত্র কন্যা জীবিত পেলেম—আমি এই দণ্ডে শ্রীরামপুর যাব, আমার প্রাণাধিক। তারাকে দেখে জীবন জুড়াব, আমি তারাকে দেখলেই চিনতে পারবো, তারার বাম হস্তে একটি ক্ষুদ্র অঙ্গুলি