পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক বেগুণবেড়ের কুটির দপ্তরখানার সম্মুখ গোপীনাথ ও এক খালাসীর প্রবেশ গোপী। তোদের ভাগে কম না পড়িলে তো আমার কানে কোন কথা তুলিস নে । খালাসী । ও গু কি অ্যাক খ্যায়ে হজোম করা যায় ? মুই বল্লাম, যদি খাব। তবে দেওয়ানজিরি দিয়ে খাও, তা বলে “তোর দেওয়ানের মুরদ বড়, এ ত আর সে ক্যাওটের পুত নয়, যে সাহেবেরে বাদর খ্যালয়ে নে বেড়াবে।” গোপী । আচ্ছা তুই এখন যা, কায়েত বাচ্চ কেমন মুগুর তা আমি দেখাব । খালাসীর প্রস্থান ছোট সাহেবের জোরে ব্যাটার এত জোর । বোনাই যদি মনিব হয় তবে কৰ্ম্ম করিতে বড় সুখ, ও কথাও বলবো— বড়সাহেব ওকথায় আগুন হয়, কিন্তু ব্যাটা আমার উপর ভারি চটী, অামারে কথায় ২ শ্যামচাদ দেখায় । সে দিন মোজা সহিত লাতি মারলে। কয়েক দিন কিছু ভাল ভাল দেখিতেছি। গোলোক বসের তলব হওয়া অবধি অামার প্রতি সদয় হইয়াছে। লোকের সবর্বনাশ করিতে পারিলেই সাহেবের কাছে পটু হওয়া যায়। “শতমারী ভবেৎ বৈদ্যঃ ” উডকে দর্শন করিয়া এই যে আসিতেছেন, বসেদের কথা বলিয়া অগ্রে মন নরম করি।