পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভাঙ্ক নবীনমাধবের শয়নঘর নবীনমাধব এবং সৈরিন্ধী আসীন সৈরিস্ত্রী। প্রাণনাথ, অলঙ্কার আগে না শ্বশুর আগে— তুমি যে জন্যে দিবানিশি ভ্রমণ কর্যে বেড়াইতেছ, যে জন্যে তুমি আহার নিদ্রা ত্যাগ করিয়াছ, যে জন্তে তোমার চক্ষুঃ হইতে অবিরল জলধারা পড়িতেছে, যে জন্তে তোমার প্রফুল্ল বদন বিষন্ন হইয়াছে, যে জন্তে তোমার শিরঃপীড়া জন্মিয়াছে, হে নাথ আমি সেই জন্যে কি অকিঞ্চিৎকর আভরণগুলিন দিতে পারি নে ? নবীন। প্রেয়সি, তুমি অনায়াসে দিতে পার কিন্তু আমি কোন মুখে লই। কামিনীকে অলঙ্কারে বিভূষিত করিতে পতির কত কষ্ট, বেগবতী নদীতে সস্তরণ, ভীষণ সমুদ্রে নিমজ্জন, যুদ্ধে প্রবেশ, পৰ্ব্বতে আরোহণ, অরণ্যে বাস, ব্যান্ত্রের মুখে গমন,—পতি এত ক্লেশে পত্নীকে ভূষিত করে, আমি কি এমন মূঢ় সেই পত্নীর ভূষণ হরণ করিব। পঙ্কজনয়নে, অপেক্ষা কর । আজ দেখি যদি নিতান্তই টাকার সুযোগ করিতে না পারি তবে কল্য তোমার অলঙ্কার গ্রহণ করিব । সৈরিন্ধ্রী । হৃদয়বল্লভ আমাদের অতি দুঃসময়, এখন কে তোমাকে পাচ শত টাকা বিশ্বাস কর্যে ধার দেবে ? আমি পুনৰ্ব্বার মিনতি করিতেছি আমার আর ছোট বয়ের গহনা পোদারের বাড়ীতে রেখে টাকার যোগাড় কর, তোমার ক্লেশ দেখে সোনার কমল ছোট বউ আমার মলিন হয়েছে । নবীন। আহা ! বিধুমুখি কি নিদারুণ কথা বলিলে,আমার অন্তঃকরণে যেন অগ্নিবাণ প্রবেশ করিল—ছোট বধুমাতা আমার