পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী সংসার এমন হইল। আমি কি ছিলাম কি হলাম ! আমার ৭ শত টাকা মুনাফার গীতি, আমার ১৫ গোলা ধান, ১৬ বিঘার বাগান, আমার ২০ খান লাঙ্গল, ৫০ জন মাইন্দার, পূজার সময় কি সমারোহ, লোকে বাড়ী পরিপূর্ণ ব্রাহ্মণ ভোজন, কাঙ্গালীকে অল্প বিতরণ, আত্মীয়গণের আহার, বৈষ্ণবের গান, আমোদজনক যাত্রা, আমি কত অর্থ ব্যয় করিয়াছি, পাত্র বিবেচনায় এক শত টাকা দান করিয়াছি আহা! এমন ঐশ্বৰ্য্যশালী হইয়া এখন আমি স্ত্রী ভাদ্রবধুর অলঙ্কার হরণ করিতে প্রবৃত্ত হইয়াছি, কি বিড়ম্বন । পরমেশ্বর তুমিই দিয়াছিলে, তুমিই লইয়াছ, আক্ষেপ কি— সৈরি । প্রাণনাথ, তোমাকে কাতর দেখিলে আমার প্রাণ র্কাদিতে থাকে ( সজলনেত্রে ) আমার কপালে এত যাতনা ছিল, প্রাণকাস্তের এত দুৰ্গতি দেখিতে হলো—আর বাধা দিও না ( তাবিজ খুলন ) নবীন । তোমার চক্ষে জল দেখিলে আমার হৃদয় বিদীর্ণ হয় (চক্ষের জল মোচন করিয়া) চুপ কর, শশিমুখী চুপ কর, ( হস্ত ধরিয়া ) রাখ আর একদিন দেখি । সৈরি। প্রাণনাথ, উপায় কি—আমি যা বলিতেছি তাই কর, কপালে থাকে অনেক গহনা হবে ( নেপথ্যে হাচি ) সত্যি সত্যি—অাকুরী আসছে । দুইখান লিপি লইয়া আঙ্গুরীর প্রবেশ আহুরী। চিটি স্থখান কনতে আসেচে মুই কতি পারি নে মাঠাকুরুণ তোমার হাতে দিতি বল্পে । লিপি দিয়া আন্ধুরীর প্রস্থান