পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ tt ফরিয়াদির মেয়াদ হইবে, তাহ হইলে অমরনগরের জেল নীলকরে পূর্ণ হইত, এবং তাহার। এমত প্রবল হইতে পারিত না—আমাদিগের মাজিষ্ট্রেট বদলি হইয়াছে, কিন্তু এ মোকদমা শেষ পর্য্যস্ত এখানে থাকিবে, তাহা হইলেই আমাদিগের শেষ। সাবিত্রীর প্রবেশ সাবি। নবীন সব লাঙ্গল যদি ছেড়ে দাও তা হলেও কি দাদন নিতে হবে ? লাঙ্গল গোরু সব বিক্ৰী কর্যে ব্যবসা কর, তাতে যে আয় হবে মুখে ভোগ করা যাবে, এ যাতন আর সহ হয় না । নবীন । মা আমারো সেই ইচ্ছ। কেবল, বিন্দুর কৰ্ম্ম হওয়া অপেক্ষা করিতেছি । আপাততঃ চাস ছাড়িয়া দিলে ংসার নির্বাহ হওয়া তুষ্কর, এই জন্য এত ক্লেশেও লাঙ্গল কয়েকখান রাখিয়াছি । সাবি। এই শিরঃপীড়া লয়ে কেমন করে যাবে বল দেখি, হা পরমেশ্বর । এমন নীল এখানে হয়েছিল । ( নবীনের মস্তকে হস্তামর্ষণ ) রেবতীর প্রবেশ রেবতী । মাঠাকুরুণ, মুই কনে যাব, কি করবে, কল্পে কি, ক্যান মত্তি এনেলাম। পরের জাত ঘরে আনে সামাল দিতি পাল্লাম না। বড়বাবু মোরে বঁাচাও, মোর পরাণ ফাটে বার হলো—মোর ক্ষেত্রমণিরি অ্যানে দাও, মোর সোনার পুতুল অ্যানে দাও । সাবি। কি হয়েচে, হয়েচে কি ? রেবতী । ক্ষেত্র মোর বিকেল বেলা পেচোর মার সঙ্গে দাসদিগিতি জ্বল আস্তি গিয়েলো। বাগান দিয়ে আসবার সমে