পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&&. দীনবন্ধু-গ্রন্থাবলী চার জন নেটেলাতে বাছারে ধর্যে নিয়ে গিয়েছে। পর্দী সৰ্ব্বনাশী দেখয়ে দিয়ে পেলয়েচে । বড়বাবু পরের জাত, কি কল্লাম, কেন এনেলাম, বড় সাধে সাদ দেবে ভেবেলাম । সাবি । কি সৰ্ব্বনাশ ! সৰ্ব্বনেশের সব কত্তে পারে— লোকের জমি কেড়ে নিচ্চিস, ধান কেড়ে নিচ্চিস, গোরু বাচুর কেড়ে নিচ্চিস, লাটির আগায় নীল বুনয়ে নিচ্চিস্—ত লোক র্কেদিই হোক, কোকিয়েই হোক কচ্চে—এ কি ! ভাল মামুষের জাত খাওয়া ? রেবতী । মা, আদপেটা খেয়ে নীল কত্তি নেগিচি, যে ক কুড়োয় দাগ মারলি তাই বোনলাম—রেয়ে ছোড়া জমি চসে আর ফুলে২ কেঁদে ওঠে—মাটেতে অ্যাসে এ কথা শুনে পাগল হয়ে যাবে অ্যানে । নবীন। সাধু কোথায় ? রেবতী । বাইরি বসে কাস্তি নেগেচে । নবীন। সতীত্ব, কুলমহিলার অয়ন্ধান্ত মণি, সতীত্বভূষণে বিভূষিত রমণী কি রমণীয়। পিতার স্বরপুর বৃকোদর জীবিত থাকিতে কুলকামিনী অপহরণ । এই মুহুর্তেই যাইব—কেমন দুঃশাসন দেখিব, সতীত্ব শ্বেত উৎপলে নীলমঙুক কখনই বসিতে পারিবে না । নবীনের প্রস্থান সাবি । সতীত্ব সোনার নিধি বিধিদত্ত ধন । কাঙালিনী পেলে রাণী এমন রতন । যদি নীল বানরের হস্ত হইতে পবিত্র মাণিক্য অপবিত্র না হইতে হইতে আনিতে পার, তবেই তোমাকে সার্থক গর্ভে স্থান দিয়াছিলাম। এমন অত্যাচার বাপের কালেও শুনি নাই—চল ঘোষ বউ বাইরের দিকে যাই । উভয়ের প্রস্থান