পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(չեր দীনবন্ধু-গ্রন্থাবলী মন্দ নই, নীলকৰ্ম্মে আমাদের মন্দ মেজাজ বৃদ্ধি হইয়াছে। একজন মানুষকে মারিতে মনে হুঃখ হইত, এখন দশ জন মেয়ে মানুষকে নিদম করিয়া রামকান্ত পেটা করিতে পারি, তখনি হাসিতে২ খান খাই—আমি মেয়ে মানুষকে অধিক ভাল বাসি, কুটির কৰ্ম্মে ওকর্মের বড় সুবিধা হইতে পারে ; সমুদ্রে সৰ মিশয়ে যাইতেছে । তোর গায় জোর নাই—পদ, টানিয়া श्रांम । পদী । ক্ষেত্রমণি, লক্ষ্মী মা অামার, বিছানায় এস, সাহেব তোরে একটা বিবির পোষাক দেবে বলেচে । ক্ষেত্র। পোড়া কপাল বিবির পোষাকের—চট পর্যে থাকি সেও ভাল তবু যান বিবির পোষাক পরতি না হয় । ময়রা পিসি মোর বড় তেষ্ট পেয়েচে, মোরে বাড়ী দিয়ে আয়, মুই জল খেয়ে শেতল হই—আহ, আহা! মোর মা এত বেল গলায় দড়ি দিয়েচে, মোর বাপ মাথায় কুড়ল মেরেচে, মোর কাক বুনো মষির মতে ছুটে ব্যাড়াচ্চে। মোর মার আর নেই, বাবা কাক কু জনের মধ্যি মুই অ্যাক সন্তান । মোরে ছেড়ে দে, মোরে বাড়ী রেখে আয়, তোর পায় পড়ি, পদি পিসি তোর গু খাই—ম রে মলাম জল তেষ্টায় মলাম । রোগ। কুঁজোয় জল আছে খাইতে দেও। ক্ষেত্র। মুই কি হিন্থর মেয়ে হয়ে সাহেবের জল খাতি পারি—মোরে নেটেলায় ছুয়েচে, মুই বাড়ী গিয়ে না নেয়ে তে। ঘরে যাতি পারবে না । পদী। (স্বগত ) আমার ধৰ্ম্মও গেচে, জাতও গেচে, ( প্রকাশে ) ভা, মা, আমি কি করবে, সাহেবের খপ্পরে পড়িলে ছাড়ান ভার—ছোট সাহেব, ক্ষেত্রমণি আজ বাড়ী যাক তখন আর এক দিন আসবে।