পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ tS রোগ । তুমি তবে আমার সঙ্গে থেকে মজা কর । তুই ঘর হইতে যা, আমার শক্তি থাকে আমি নরম করবে, নচেৎ তোর সঙ্গে বাড়ী পাঠাইয়ে দিব—ড্যামনেড হোর, অামার বোধ হইতেছে তুই বাধা করেছিলি, আসিতে দিস নি, ভাই তো ভদ্রলোকের মেয়েকে লাটিয়াল দিয়ে আনা হইল, আমি সহজে নীলের লাটিয়াল এ কার্য্যে কখন দিয়াছি ? হারামজাদী পদী ময়রাণী । পদী । তোমার কলিকে ডাকে। সেই তোমার বড় প্রিয় হয়েছে, আমি তা বুঝিয়াছি । ক্ষেত্র । ময়রা পিসি যাস নে, ময়রা পিসি যাস নে । পদী ময়রাণীর প্রস্থান মোরে কাল সাপের গৰ্ত্তের মধ্যি এক রেকে গেলি, মোর যে ভয় করে, মুই যে র্কাপতি লেগিচি, মোর যে ভয়তে গা ঘুৰ্ব্বতি লেগেচে, মোর মুখ যে তেষ্টায় ধুলো বেটে গেল । রোগ । ডিয়ার, ডিয়ার, ( জুই হস্তে ক্ষেত্রমণির দুই হস্ত ধরিয়া টানন ) আইস, আইস— ক্ষেত্র। ও সাহেব, তুমি মোর বাবা, ও সাহেব ভুমি মোর বাবা, মোরে ছেড়ে দেও, পদী পিসির সঙ্গে দিয়ে মোরে বাড়ী পেট্ৰয়ে দাও, আঁদার রাত, মুই এক যাতি পারবো না— (হস্ত ধরিয়া টানন ) ও সাহেব তুমি মোর বাবা, ও সাহেব তুমি মোর বাবা, হাত ধল্লি জাত যায়, ছেড়ে দাও—তুমি মোর বাবা। রোগ । তোর ছেলিয়ার বাবা হইতে ইচ্ছা হইয়াছে, আমি কোন কথায় ভুলিতে পারি না, বিছানায় আইস, নচেৎ পদাঘাতে পেট ভাঙ্গিয় দিৰ ।