পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ দীনবন্ধু-গ্রন্থাবলী তাতে আবার নেমোখারামি কভি বলে—কই শাল, গ্যাড ম্যাড কর্যে জুতার গুতা মারিস নে ? হাটুর ও তা নবীন । তোরাপ, মারবার আবশ্বক কি, ওরা নির্দয় বল্যে আমাদের নির্দয় হওয়া উচিত নয় ; আমি চলিলাম । ক্ষেত্রকে লইয়া নবীনমাধবের প্রস্থান তোরাপ । এমন বসগারও বেছাপ্পর কত্তি চাস—তোর বড় বাবারে বল্যে মেনয়ে জুনয়ে কায মেরে নে, জোর জোরাবতী কদিন চলে, পেলয়ে গেলি তো কিছু কত্তি পারব। না, মরার বাড়া তো গাল নেই। ও সমিন্দি নেয়েত ফেরার হলি ঝে কুটি কবরের মধ্যি ঢোকবে । বড়বাবুর আর বছরে ট্যাকাগুনে চুক্ৰয়ে দে আর এ বচোর ঝা বুনতি চাচ্চে তাই নিগে, তোদের জন্তিাই ওরা বেপালটে পড়েচে, দাদন গাদলিই তে হয় না, চস চাই—ছোট সাহেব, স্বালাম, মুই আসি । চিত করিয়া ফেলিয়া পলায়ন রোগ। বাই জোভ! বিটেন টু জেলি । প্রস্থান চতুর্থ গর্ভাঙ্ক গোলোক বসুর ভবনের দরদালান সাবিত্রীর প্রবেশ সাবিত্ৰী। (দীর্ঘনিশ্বাস পরিত্যাগপূর্বক ) রে নিদারুণ হাকিম, তুই আমাকেও কেন তলব দিলি নে—আমি পতি পুত্রের সঙ্গে জেলায় বোতাম ; এ শ্মশানে ৰাস অপেক্ষ আমার