পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ يامنا সে যে ছিল ভাল। হা । কৰ্ত্তা আমার ঘরবাসী মানুষ-কখন গ। অস্তরে নিমন্ত্রণ খেতে যান না, তার কপালে এত তুঃখ, ফোজকুরিতে ধর্যে নে গেল, তার জেলে যেতে হবে ; ভগবতি । তোমার মনে এই ছিল মা ? অাহা হা । তিনি যে বলেন আমার এড়ো ঘরে না শুলে ঘুম হয় না, তিনি যে আতপ চালের ভাত খান, তিনি যে বড় বউমার হাতে নইলে খান না, আহ ! বুক চাপড়ে২ রক্ত বার করেছেন, কেঁদে২ চক্ষু ফুলয়েছেন, যাবার সময়ে বলেন গিন্নি এই যাত্রা অামার গঙ্গাযাত্রা হলো— ( ক্ৰন্দন ) নবীন বলেন, মা তোমার ভগবতীকে ডাক, আমি অবশু জয়ী হয়ে ওঁরে নিয়ে বাড়ী আসবে।—বাবার আমার কাঞ্চনমুখ কালি হয়ে গিয়েছে ; টাকার যোগাড় করিতেই বা কত কষ্ট, ঘুরে২ ঘুর্ণি হয়েছে, পাছে আমি বউদের গহনা দিই, তাই আমারে সাহস দেন, ম টাকার কমি কি, মোকদ্দমায় কতই খরচ হবে । গাভির মোকদমায় আমার গহন বন্দক পড়লে বাবার কতই খেদ—বলেন কিছু টাকা হাতে এলিই মার গহনাগুলিন আগে খালাস কর্যে আনবো—বাবার আমার মুখে সাহস, চক্ষে জল—বাবা আমার কাদিতে২ যাত্রা করলেন— আমার নবীন এই রোদে ইন্দ্রাবাদ গেল আমি ঘরে ৰসে রলাম—মহাপাপিনি । এই কি তোর মার প্রাণ । সৈরিদ্ধার প্রবেশ সৈরি । ঠাকুরুণ, অনেক বেলা হয়েচে, স্নান কর। আমাদের অভাগা কপাল, তা নইলে এমন ঘটনা হবে কেন । সাবি । ( ক্ৰন্দন করিতে২ ) না মা, আমার নবীন বাড়ী ন। ফিরে এলে অামি আর এ দেহে অন্ন জল দেব না, বাছারে আমার খাওয়াবে কে ?