পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী 8 ولا সৈরি। সেখানে ঠাকুরপোর বাসা আছে, বামন আছে, কষ্ট হবে না। তুমি এস স্নান করসে । তৈলপাত্ৰ লইয়া সরলতার প্রবেশ ছোট বউ, তুমি ঠাকুরুণকে তৈল মাখায়ে স্নান করায়ে রান্নাঘরে নিয়ে এস, আমি খাওয়ার জায়গা করি গে । সৈরিন্ধীর প্রস্থান, সরলতার তৈলমদন সাবিত্রী। তোতাপাখী আমার নীরব হয়েছে, মার মুখে আর কথা নাই, মা আমার বাসি ফুলের মত মলিন হয়েছেন। আহ আহা! বিন্দুমাধবকে কত দিন দেখি নাই, বাবার কালেজ বন্ধ হবে বাড়ী আসবেন আশা কর্যে রইচি তাতে এই দায় উপস্থিত । (সরলতার চিবুকে হস্ত দিয়া ) বাছার মুখ শুকাইয়া গিয়াছে, এখন বুঝি কিছু খাউ নি। ঘোর বিপদে পড়ে রইচি তা বাছাদের খাওয়া হলো কি না দেখিব কখন ? আমি আপনি স্নান করিতেছি, তুমি কিছু খাও গে মা, চল আমিও যাই । উভয়ের প্রস্থান