পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী - وانما বসিতে দেয়, ধৰ্ম্মাবতার মোক্তারগণের বৃত্তিই প্রতারণা। কিন্তু নীলকরের মোক্তারদিগের দ্বারা কোনরূপে কোন প্রতারণা হইতে পারে না । নীলকর সাহেবেরা খ্ৰীষ্টিয়ান—খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মে মিথ্যা অতি উৎকট পাপ বলিয়া গণ্য হইয়াছে, পরন্দ্রব্য অপহরণ, পরনারীগমন, নরহত্য প্রভৃতি জঘন্য কাৰ্য্য খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মে অতিশয় ঘৃণিত, খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মে অসৎ কৰ্ম্ম নিম্পন্ন করা দূরে থাক মনের ভিতরে অসৎ অভিসন্ধিকে স্থান দিলেই নরকানলে দগ্ধ হইতে হয়। করুণ, মার্জন, বিনয়, পরোপকার খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্মের প্রধান উদেশু, এমন সত্য সনাতন ধৰ্ম্মপরায়ণ নীলকরগণ কর্তৃক মিথ্য সাক্ষ্য দেওয়া কখনই সম্ভবে না। ধৰ্ম্মাবতার আমরা এই নীলকরের বেতনভোগী মোক্তার, আমরা র্তাহ রিদিগের চরিত্র অনুসারে চরিত্র সংশোধন করিয়াছি, আমারদিগের ইচ্ছা হইলেও সাক্ষীকে তামিল দিতে সাহস হয় ন, যেহেতু সত্যপরায়ণ সাহেবের সূচাগ্রে চাকরের চাতুরী জানিতে পারিলে তাহার যথোচিত শাস্তি করেন—প্রতিবাদীর মানিত সাক্ষী কুটির আমিন মজুকুর তাহার এক দৃষ্টাস্তের স্থল, রাইয়তের দাদনের টাকা রাইয়তকে বঞ্চিত করিয়াছিল বলিয়া দয়াশীল সাহেব উহাকে কৰ্ম্মচু্যত করিয়াছেন এবং গোরিব ছাপোষা রাইয়তের ক্রন্দনে রোষপরবশ হইয়া প্রহারও করিয়াছেন । উড। (মাজিষ্ট্রেটের প্রতি ) এক্সটিম প্রোভোকেশান, এক্সটুিম প্রোভোকেশান । বা মোক্তার। হুজুর, হুজুর হইতে আমার সাক্ষিগণের প্রতি অনেক সোয়াল হইয়াছিল, যদ্যপি তাহারা তালিমি সাক্ষী হুইত তবে সেই সোয়ালেই পড়িত, আইনকারকের বলিয়াছেন “বিচারকত্ব আসামীর আড়ভোকেটু স্বরূপ,”