পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግe দীনবন্ধু-গ্রন্থাবলী বা মোক্তার। হুজুর— মাজি । ( লিপি লিখন ) বল, বল, আমি কর্ণ দিয়৷ লিখিতেছি না । বা মোক্তার। হুজুর, এ সময় রাইয়তগণকে কষ্ট দিয়া জেলায় আনিলে তাহাদের প্রচুর ক্ষতি হয়, নচেৎ আমিও প্রার্থনা করি সাক্ষৗদিগকে আনান হয়, যেহেতু সোয়ালের কৌশলে আসামীর সাব্যস্ত অপরাধ আরো সাব্যস্ত হইতে পারে । ধৰ্ম্মাবতার, গোলোক বসের কুচরিত্রের কথা দেশ বিদেশ রাষ্ট আছে, যে উপকার করে তাহারই অপকার করে। অপার সমুদ্র লঙ্ঘন করিয়া নীলকরেরা এ দেশে আসিয়া গুপ্তনিধি বাহির করিয়া দেশের মঙ্গল করিতেছেন, রাজকোষের ধনবৃদ্ধি করিতেছেন এবং আপনার উপকৃত হইতেছেন। এমত মহাপুরুষদিগের মহৎ কার্য্যে যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করে তাহার কারাগার ভিন্ন আর স্থান কোথায় ? মাজি । ( লিপির শিরোনামা লিখন ) চাপরাসি । চাপ । খোদাবন্দ । সাহেবের নিকট গমন মাজি । (উডের সহিত পরামর্শ) বিবি উড়ক পাস দেও—খানসামাকো বোলো বাহারকা সাহেবলোক আজ জাগা নেই। সেরেস্ত। হুজুর, কি হুকুম লেখা যায়। মাজি । নথির সামিল থাকে । সেরেস্তা । ( লিখন ) হুকুম হইল যে নথির সামিল থাকে। (মাজিষ্ট্রেটের দস্তখৎ) ধৰ্ম্মাবতার, আসামীর জবাবের হুকুমে হুজুরের দস্তখৎ হয় নাই—