পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ 8/ دے সৰ্ব্বদা উদ্বিগ্ন করিতে পারে ; এ সকল জানিয়াও দীনবন্ধু নীলদর্পণ-প্রচারে পরামুখ হয়েন নাই । নীল-দর্পণে গ্রন্থকারের নাম ছিল না বটে, কিন্তু গ্রন্থকারের নাম গোপন করিবার জন্য দীনবন্ধু অন্য কোন প্রকার যত্ন করেন নাই । নীল-দপণ-প্রচারের পরেই বঙ্গদেশের সকল লোকেই কোন প্রকারে না কোন প্রকারে জানিয়াছিল যে, দীনবন্ধু ইহার প্রণেতা । দীনবন্ধু পরের দুঃখে নিতান্ত কাতর হইতেন, নীল-দৰ্পণ এই গুণের ফল । তিনি বঙ্গদেশের প্রজাগণের দুঃখ সহৃদয়তার সহিত সম্পূর্ণরূপে অনুভূত করিয়াছিলেন বলিয়াই নীল-দৰ্পণ প্রণীত ও প্রচারিত হইয়াছিল । যে সকল মমুম্বা পরের দুঃখে কাতর হন, দীনবন্ধু তাহার মধ্যে অগ্রগণ্য ছিলেন । তাহার হৃদয়ের অসাধারণ গুণ এই ছিল, যে, যাহার দুঃখ, সে যেরূপ কাতর হইত, দীনবন্ধু তদ্রুপ বা ততোধিক কাতর হইতেন • • • নীল-দৰ্পণ ইংরেজিতে অসুবাদিত হইয়া ইংলণ্ডে যায় । লং সাহেব তৎপ্রচারের জন্য স্থপ্রীম কোর্টের বিচারে দণ্ডনীয় হইয়া কারাবদ্ধ হয়েন । সীটনকার সাহেব তৎপ্রচার-জন্ত অপদস্থ হইয়াছিলেন । এ সকল বৃত্তান্ত সকলেই অবগত আছেন । - এই গ্রন্থের নিমিত্ত লং সাহেব কারাবদ্ধ হইয়াছিলেন বলিয়াই হউক, অথবা ইহার কোন বিশেষ গুণ থাকার নিমিত্তই হউক, নীল-দৰ্পণ ইউরোপের অনেক ভাষায় অতুবাদিত ও পঠিত হইয়াছিল । এই সৌভাগ্য বাঙ্গালায় আর কোন গ্রন্থেরই ঘটে নাই । গ্রন্থের সৌভাগ্য যতই হউক, কিন্তু যে যে ব্যক্তি ইহাতে লিপ্ত ছিলেন, প্রায় তাহারা সকলেই কিছু কিছু বিপদগ্ৰস্ত হইয়াছিলেন। ইহার প্রচার করিয়া লং সাহেব কারাবদ্ধ হইয়াছিলেন ; সীটনকার অপদস্থ হইয়াছিলেন । ইহার ইংরেজি অনুবাদ করিয়া মাইকেল মধুসূদন দত্ত গোপনে তিরস্কৃত ও অবমানিত হইয়াছিলেন এবং শুনিয়াছি, শেষে তাহার জীবননিৰ্ব্বাহের উপায় স্বপ্রীম কোর্টের চাকুরি পর্য্যস্ত ত্যাগ করিতে