পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ ዓ¢ বিন্দমাধবের পুনঃ প্রবেশ বিন্দু। পণ্ডিত মহাশয় এসেছেন— পণ্ডিত। পাপাত্মা এমত অবিচার করেছে। তোমরা শুনিতে পাও না, বড়দিনের সময় ঐ কুটিতে একাদিক্ৰমে দশ দিবস যাপন করে আসিয়াছে। উহার কাছে প্রজার বিচাব ! কাজির কাছে হিন্দুর পরোব । বিন্দু। বিধাতার নির্ববন্ধ । পণ্ডিত । মোক্তার দিয়াছিলে কাহাকে ? বিন্দু। প্রাণধন মল্লিককে । পণ্ডিত । ওকেও মোক্তারনামা দেয় ? অপর কোন ব্যক্তিকে দিলে উপকার দর্শিত । সকল দেবতাই সমান, ঠক্‌ বাচুতে গা উজোড় । বিন্দু। কমিসনর সাহেব পিতার নিস্কৃতির জন্য গবর্ণমেণ্টে রিপোর্ট করিয়াছেন । পণ্ডিত । এক ভস্ম আর ছার, দোষগুণ কব কার । যেমন মাজিষ্ট্রেট তেমনি কমিসনার । বিন্দু। মহাশয় কমিসনারকে বিশেষ জানেন না তাহাই এ কথা বলিতেছেন । কমিসনার সাহেব অতি নিরপেক্ষ, নেটিবদের উন্নতি আকাজক্ষী । পণ্ডিত। যাহা হউক, এক্ষণ ভগবানের আনুকূল্যে তোমার পিতার উদ্ধার হইলেই সকল মঙ্গল । জেলে কি অবস্থায় আছেন ? বিন্দু। সৰ্ব্বদা রোদন করিতেছেন এবং গত তিন দিন কিছুমাত্র আহার করেন নাই। আমি এখনই জেলে যাইব, আর এই মুসংবাদ বলিয়। র্তাহার চিত্ত বিনোদ করিব ।