পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ ግግ সঙ্গে নইলে নাচিতে পারেন না, আমি যখন আরদালি ছিলাম দেখিয়াছি। উড সাহেবের বিবির খুব দয়, একথান চিটিতে এ গোরিবকে জেলের জমাদার করিয়া দিয়াছেন। দারো । আহা ! বিন্দু বাবু পিতা আহার করেন নাই বলিয়া কত বিলাপ করিয়াছেন, এ দশা দেখলে প্রাণত্যাগ করিবেন। বিন্দুমাধবের প্রবেশ সকলি পরমেশ্বরের ইচ্ছ। । বিন্দু। এ কি, এ কি, আহা ! আহা ! পিতার উদ্বন্ধনে মৃত্যু হইয়াছে। আমি যে পিতার মুক্তির সম্ভাবনা ব্যক্ত করিতে আসিতেছি, কি মনস্তাপ । ( নিজ মস্তক গোলোকের বক্ষে রক্ষা করিয়া মৃতদেহ আলিঙ্গনপূর্বক ক্ৰন্দন ) পিতা আমাদিগের মায়া একেবারে পরিত্যাগ করিলেন। বিন্দুমাধবের ইংরাজী বিদ্যার গৌরব আর লোকের কাছে করবেন না ? নবীনমাধবকে “স্বরপুর বৃকোদর” বলা শেষ হইল ? বড় বধূকে “আমার মা, আমার মা” বলিয়। বিপিনের সহিত যে আনন্দবিবাদ তাহার সন্ধি করিলেন। হা ! আহারান্বেষণে ভ্রমণকারী বকদম্পতির মধ্যে বক ব্যাধকর্তৃক হত হইলে শাবকবেষ্টিত বকপত্নী যেমন সঙ্কটে পড়ে জননী আমার তোমার উদ্বন্ধন সংবাদে সেইরূপ হইবেন— দারো। (হস্ত ধরিয়া বিন্দুমাধবকে অন্তরে আনিয়া) বিন্দুবাবু, এখন এত অধীর হইবেন না। ডাক্তার সাহেবের অনুমতি লইয়। সত্বরে অমৃতঘটের ঘাটে লইয়া যাইবার উদ্যোগ করুন |