পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ- দীনবন্ধু-গ্রন্থাবলী ডেপুটী ইনস্পেক্টার এবং পণ্ডিতের প্রবেশ বিন্দু। দারগা মহাশয়, আমাকে কিছু বলবেন না। যে পরামর্শ উচিত হয় পণ্ডিত মহাশয় এবং ডেপুটীবাবুর সহিত করুন, অামার শোকবিকারে বাক্যরোধ হইয়াছে, আমি জন্মের মত একবার পিতার চরণ বক্ষে ধারণ করিয়া বসি । গোলোকের চরণ বক্ষে ধারণপূর্বক উপবিষ্ট পণ্ডিত । ( ডেপুটী ইনস্পেক্টরের প্রতি ) আমি বিন্দুমাধবকে ক্রোড়ে করিয়া রাখি তুমি বন্ধন উন্মোচন কর— এ দেবশরীর এ নরকে ক্ষণকালও রাখা নয়— দারে । মহাশয়, কিঞ্চিৎ কাল অপেক্ষা করিতে হইবে— পণ্ডিত। আপনি বুঝি নরকের দ্বারপাল ? নতুবা এমত স্বভাব হইবে কেন । দারো। আপনি বিজ্ঞ, অামাকে অন্যায় ভৎসন করিতেছেন— ডাক্তার সাহেবের.প্রবেশ ডাক্তার। হে, হে, বিন্দুমাধব ! গড়স উইল—পণ্ডিত মহাশয় আসিয়াছেন, বিন্দুকে কালেজ ছাড়া হয় না। পণ্ডিত । কালেজ ছাড়া বিধি হয় না। বিন্দু। আমাদের বিষয় আশয় সব গিয়াছে, অবশেষ পিত। অামাদিগকে পথের ভিক্ষারি করিয়া লোকান্তর গমন করিলেন ( ক্ৰন্দন ) অধ্যয়ন আর কিরূপে সম্ভবে ? পণ্ডিত । নীলকর সাহেবের বিন্দুমাধবদিগের সর্বস্ব লইয়াছে— ডাক্তার। পাদরি সাহেবদের মুখে আমি প্লান্টার সাহেবদের কথা শুনিয়াছি এবং আমিও দেখিল । আমি