পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দর্পণ ャ〉 গোপী। বউটি সৰ্ব্বদাই শাশুড়ীর সেবায় নিযুক্ত আছে । গোপ। দেওয়ানজী মশাই, বলবো কি, গোমার মা বল্পে, মোগার পাড়াতেও আষ্ট ছোট বউ না থাকৃলি যে দিনি গলায় দড়ির খবর শুনেলে সেই দিনিই মাঠাকুরুণ মরতো—শুনেলেম সউরে মেয়েগুলো মিনসেগার ভ্যাড় কর্যে অাখে, আর ম৷ বাপেরি না খাতি দিয়ে মারে, কিন্তু এ বউডোরে দেখে জানলাম, এড কেবল গুজোব কথা । গোপী । নবীন বসের মাও বোধ করি বউটিকে বড় ভাল বাসে । গোপ। মাঠাকুরুণ যে পিরতিমির মধ্যি কারে ভাল না বাসেন তাও তে। দেখতি পাই নে। অ ! মাগি যান অন্নপুন্নে, তা তোমরা কি আর অন্ন একেচ যে তিনি পুন্নো হবেন—গোডার নীলি বুড়রে খেয়েচে, বুড়িরিও খাবে২ কত্তি নেগেচে — গোপী । চুপ কর গুওড, সাহেব শুনলে এখনি অমাবস্যা বার করবে । গোপ। মুই কি করবো, তুমি তো খুচয়ে২ বিষ বাইর কত্তি নেগেচে । মোর কি সাধ, কুটিতি বসি গোডার শালারে গালাগালি করি – গোপী । আমার মনেতে কিছু তুঃখ হয়েছে—মিথ্যা মোকদ্দমা কর্যে মানী মানুষটোরে নষ্ট করলাম । নবীনের শিরঃপীড়া আর নবীনের মার এই মলিন দশা শুনে আমি বড় ক্লেশ পাইয়াছি – গোপ । ব্যঙ্গের সর্দি—দেওয়ানজী মশাই খাপ হবেন না, মুই পাগল ছাগল আছি একট, তামাক সাজে আনবো ? গোপী । গুওডা নন্দর বংশ ভোগোলের শেষ — গোপ | সাহেবেরাই সব কত্তি নেগেচে, সাহেবের কামার \డి