পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-জপণ b*も আবশ্যক হবে না। হিন্দুর ঘরে গলায় দড়ি দিয়ে, বিশেষে জেলের ভিতরে মরা বড় দোষ এবং ধিক্কারাস্পদ। এই ঘটনাতে ব্যাট বড় শাসিত হইয়াছে। উড। তুমি বুঝিতেছ না, বাপের মরাতে রাসকেলের সুখ হইল—বাপের ভয়েতে নীলের দাদন লইত, এখন বাঞ্চতের সে ভয় গেল, যেমন ইচ্ছা তেমনি করবে। শাল আমার কুটির বদনাম কর্যে দিয়াছে। হারামজাদাকে কাল আমি গ্রেপ্তার করবো, মজুমদারের সহিত দোস্ত করিয়া দিব। অমরনগরের মাজিষ্ট্রেটের মত হাকিম আইলে বজাত সব কত্তে পারবে । গোপী । মজুমদারের মোকদ্দমার যে সূত্র করিয়াছে যদি নবীন বসের এ বিভ্ৰাট না হতে। তবে এত দিন ভয়ানক হইয়। উঠিত—এখনও কি হয় বলা যায় না, বিশেষ যে হাকিম আসিতেছেন তিনি শুনিয়াছি রাইয়তের পক্ষ অার মফস্বলে আইলে তাবু আনেন। ইহাতে কিছু গোল বোধ হয়, ভয়ও বটে— উড। তোম ভয় ভয় করকে হামকে। ডেক্‌ কিয়, নীলকর সাহেবকে কোই কাম্মে ডর হায় ? গিধবড়কি শাল, তোমারা মোনাসেফ না হোয় কাম ছোড় দেও । গোপী । ধৰ্ম্মাবতার, কাযেই ভয় হয়—সাবেক দেওয়ান কয়েদ হলে তার পুত্র ৬ মাসের বাকি মাহিয়ানা লইতে আসিয়াছিল, তাহাতে আপনি দরখাস্ত করিতে বল্লেন, দরখাস্ত করিলে পর হুকুম দিলেন, কাগজ নিকাস ব্যতীত মাহিয়ান দেওয়া যাইতে পারে না । ধৰ্ম্মাবতার, চাকর কয়েদ হলে বিচার এই ? উড। আমি জানি না ? ও শাল, পাজি নেমকহারাম বেইমান । মাহিয়ানার টাকায় তোমাদের কি হইয় থাকে ?